সম্পর্কে থাকাকালীন শিল্পার সঙ্গে কোন কুকীর্তি করেছিল অক্ষয়, জানালেন অভিনেত্রী

Advertisement

Advertisement

কৌশিক পোল্ল্যে: অভিনেত্রী শিল্পা শেট্টি ও অক্ষয় কুমারের প্রেমকাহিনী কারোরই অজানা নয়। বলিউডের দোলাচলে পরিনতি না পাওয়া সম্পর্কগুলির মধ্যে এটি অন্যতম। নব্বইয়ের দশকে বেশ বড়সড় ফ্যান ফলোয়িং তৈরি করেছিল এই জুটি। তারপর কি হল! কেন আর একসঙ্গে কাজ করলেন না দুজনে? শিল্পার সঙ্গে সম্পর্কে থাকাকালীন কোন ভুলটি করে ফেলেছিল অক্ষয়? এ সবকিছুর সত্য তথ্য চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

সালটা ছিল ১৯৯৪। ‘মে খিলাড়ি তু আনাড়ি’ ফিল্মের শ্যুটিং চলাকালীন একে অপরের প্রতি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন অক্ষয় ও শিল্পা। অভিনেত্রী সবে একবছর হল ইন্ডাস্ট্রিতে এসেছেন, তার প্রথম ছবি ‘বাজিগর’ সুপারহিট হওয়ায় ধীরে ধীরে বলিপাড়ায় নিজের জমি শক্ত করছিলেন তিনি। অন্যদিকে খিলাড়ি তখন মজে রয়েছেন আরেক অভিনেত্রী রবিনা ট্যান্ডনের প্রেমে। তবে শিল্পার সঙ্গে মাখোমাখো সম্পর্কে আসার পর রবিনার সঙ্গে ব্রেক-আপ করে নেন অক্ষয়।

Advertisement

এরপর দুজনের প্রেমগাঁথা নিয়ে নানান জল্পনা শুরু হয়। তবে ‘বিগ ব্রাদার্স’ নামক একটি রিয়্যালিটি শো তে গিয়ে শিল্পা জানান, তিনি ২২ বছর বয়সে তার প্রথম প্রেমিকের দ্বারা নিজের ভার্জিনিটি খুঁইয়ে ফেলেন। এর আগে কোনো পুরুষকে কিস পর্যন্ত করেননি শিল্পা; কিন্তু অক্ষয় তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় অক্ষয়ের প্ররোচনায় তিনি রাজি হয়ে যান। এরপর কি ঘটেছিল সেটা আপনারাই অনুমান করতে পারবেন যা অভিনেত্রী আর খোলসা করে বলতে চাননি।

Advertisement

এরপর অক্ষয়ের জীবনে আগমন ঘটে টুইংকেল খান্নার এবং তার জীবন থেকে প্রায় মুছে যেতে শুরু করে শিল্পার নামটি। অক্ষয় ও টুইংকেলের গোপন প্রেমের কথা জানতে পেরে ভেঙে পড়েন শিল্পা এবং প্রচন্ড মানসিক অবসাদে চলে যান, সমস্যা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে মনোবিদের সঙ্গে পরামর্শ করতে হয়েছিল অভিনেত্রীকে।

নিজেকে সামলে নিয়ে আরও একবার সিনেমায় জুটি বাঁধেন এই চর্চিত কাপল। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত হয় এই যুগলের ছবি ‘ধড়কন’ এবং সিনেমাটি দর্শকদের ভালোবাসায় সুপারহিট ভার্ডিক্ট পায় বক্সঅফিসে, যদিও ততদিনে রটে গিয়েছে শিল্পা ও অক্ষয়ের বিচ্ছেদের গল্প, সেকারনেই তাদের পুরোনো রসায়ন দেখতে বিশেষ উৎসাহী ছিলেন দর্শকরা।
এরপর নানান বিতর্কে সিনেজগত থেকে সরে আসেন শিল্পা এবং অক্ষয়ের ছবির যাত্রা আজও অব্যাহত রয়েছে। উভয়ের মধ্যে তখন সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পেলেও বর্তমানে দুজনে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছেন এবং পারিবারিক অনুষ্ঠানে একে অপরের বাড়িতে যাতায়াত চলে প্রায়শই। যদিও এই সুপারহিট জুটিকে আরও একবার একসঙ্গে দেখার ইচ্ছা দর্শকদের অপূর্ণই রয়ে গেল।

Recent Posts