বলিউডবিনোদন

অজয় দেবগণের বোনের সৌন্দর্য হার মানাবে তাবড় তাবড় নায়িকারা, দেখুন তাঁর সুন্দর ছবি

Advertisement
Advertisement

বলিউড তারকাদের মধ্যে অনেকের ভাই-বোনরা স্পটলাইটে আসতে চান না। কারণ অনেক সময় স্টারকিড হলেও তাঁরা ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন না। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার রাজত্ব। ফলে বলিউড তারকাদের পরিবারের প্রায় প্রত্যেক সদস্যকেই বিভিন্ন পার্টি অথবা উৎসবে দেখা গেলে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিদের একাংশ। কিছুদিন আগেই দীপাবলীর পার্টিতে দেখা মিলেছিল শাহরুখ খান (Shahrukh Khan)-এর দিদি শেহনাজ (Shehnaaz)-এর। সম্প্রতি পাপারাৎজিদের অ্যাটেনশন তৈরি হয়েছে অজয় দেবগণ (Ajay Devgan)-এর বোন নীলম (Neelam)-কে ঘিরে।

Advertisement
Advertisement

দেবগণ পরিবারের সদস্যদের অধিকাংশ ফিল্মের সাথে যুক্ত। অজয়ের পিতা বীরু দেবগণ (Veeru Devgan) ছিলেন নামী অ্যাকশন ডিরেক্টর। অজয়কে অবশ্য যথেষ্ট লড়াই করে বলিউডে পায়ের তলার জমি শক্ত করতে হয়েছে। তবে অজয়ের বোন নীলম আড়ালে থাকতেই পছন্দ করেন। নীলম অবশ্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। তিনি কখনও সখনও পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামে। এমনকি অজয়, কাজল (Kajol) ও নাইশা (Nysha)-র সাথে ছুটি কাটাতেও যান তিনি। নীলম যথেষ্ট সুন্দরী। তাঁর পিতা বীরু কোনোদিনই রক্ষণশীল ছিলেন না। তিনি নীলমকে বলিউডে আসার পরামর্শ দিলেও দেবগণ পরিবারের তনয়া জানতেন, বলিউডের চাকচিক্যের আড়ালে রয়েছে প্রতি মুহূর্তের ইঁদুর দৌড়ের চাপ। ফলে নীলম বেছে নিয়েছেন সাধারণ জীবন যাপন।

Advertisement

Advertisement
Advertisement

1972 সালে নীলম মুম্বইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বীরু ও বীনা দেবগণ (Veena Devgan)-এর দ্বিতীয় কন্যা। মুম্বইয়ের বুকেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছেন নীলম। পরবর্তী কালে নিজের পছন্দের মানুষকেই বিয়ে করেন তিনি। বিয়ের পর নীলম নিজের একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন। এরপর তাঁর দুই পুত্রসন্তান যথা – আমন গান্ধী (Aman Gandhi) ও দানিশ গান্ধী (Danish Gandhi)-র জন্ম হয়। নীলম বলিউডে আসতে না চাইলেও তাঁর দুই পুত্রই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি যথেষ্ট আগ্রহী।

দানিশ ইতিমধ্যেই সহকারী পরিচালক হিসাবে ডেবিউ করেছেন বলিউডে। কাজল (Kajol) অভিনীত ফিল্ম ‘হেলিকপ্টার ইলা’-য় সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। এছাড়াও অজয় দেবগণ (Ajay Devgan) অভিনীত ফিল্ম ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’-এ সহকারী পরিচালক ছিলেন দানিশ। কাজ করেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত ফিল্ম ‘দ্য বিগ বুল’-এর সহকারী পরিচালক হিসাবে।

Advertisement

Related Articles

Back to top button