টেক বার্তা

এবার কলকাতাতেও পাওয়া যাবে এয়ারটেলের Wifi কলিং পরিষেবা

Advertisement
Advertisement

এয়ারটেলের ‘ওয়াই-ফাই কলিং’ পরিষেবা এবার কলকাতাতেও পাওয়া যাবে। সোমবার এয়ারটেলের তরফে ঘোষণা করা হয়েছে, দিল্লি ছাড়া এবার থেকে মুম্বাই, কলকাতা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুতে ‘ওয়াই-ফাই কলিং’ পরিষেবা পাওয়া যাবে। এয়ারটেলের ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWi-Fi) পরিষেবা এই মাসের শুরুতে Delhi-NCR সার্কেলে চালু হয়েছিল।

Advertisement
Advertisement

এয়ারটেল এই ওয়াই-ফাই কলিং পরিষেবাটি সাপোর্ট করার জন্য ছয়টি নতুন হ্যান্ডসেটকে তালিকাভুক্ত করেছে।নতুন এই হ্যান্ডসেট গুলো হলো, Samsung S10, S10+, S10e, M20 and OnePlus 6 এবং OnePlus 6T. এয়ারটেল গ্রাহকরা এখন থেকে এই হ্যান্ডসেটগুলিতে পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। এখনও অবধি, এয়ারটেলের এই ওয়াই-ফাই কলিং পরিষেবা নির্বাচিত কিছু অ্যাপল, স্যামসুং, শাওমি এবং ওয়ানপ্লাস ফোনেই উপলব্ধ ছিল।

Advertisement

এয়ারটেল ওয়াই-ফাই কলিং পরিষেবা ব্যবহারকারীদের একটি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কলের সুবিধা দেয়। রিলায়েন্স জিও’ও ভারতে তাদের এই VoWi-Fi পরিষেবাটি পরীক্ষামূলক ভাবে শুরু করেছে বলে জানা যাচ্ছে। জিও’র তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন : গ্রাহকদের জন্য ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে এল জিও

নিম্নলিখিত পদক্ষেপগুলির মাধ্যমে আপনার ফোনে ওয়াই-ফাই কলিংয়ের সুবিধা শুরু করতে পারেন:

  • Step 1: ফোনটিকে লেটেস্ট ভার্সনে আপগ্রেড করতে হবে।
  • Step 2: এবার ফোনের সেটিংস খুলে Wi-Fi কলিং টি এক্টিভ করুন।
  • Step 3: ফোনে Volte পরিষেবা সক্ষম হয়েছে কিনা তা দেখে নিন।
Advertisement

Related Articles

Back to top button