দেশনিউজ

টানা দুদিন দাম বাড়ার পর, অবশেষে কমলো সোনার দাম, জানুন সোনার মূল্য

Advertisement
Advertisement

বিশ্ব বাজারে দাম কমে যাওয়া এবং ডলারের সাপেক্ষে টাকার প্রত্যাবর্তনের ফলে মঙ্গলবার সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে। যেভাবে বিগত কয়েকদিন ধরে ক্রমশ দাম বাড়ছিল সেই তুলনায় আজ অনেকটাই কমেছে দাম। MCX এ সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.৫১ শতাংশ কমে ৪০,২৬৫ টাকা হয়েছে। উল্লেখ্য, মধ্য প্রাচ্যে উত্তেজনা এবং ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ার কারণে আগের দুটি সেশনে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২০০ টাকার বেশি বেড়েছিল।

Advertisement
Advertisement

সোনার দামের সাথে সাথে রুপোর দামও হ্রাস পেয়েছে, যা প্রতি কেজি ০.৬% হ্রাস পেয়ে ৪৭,২৬৬ টাকায় দাঁড়িয়েছে। বিশ্ব বাজারে গতকাল সোনার দাম গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছিল। গতকালের তুলনায় আউন্স প্রতি ০.২% দাম কমে ১৫৬২.৮১ ডলার দাম হয়েছে সোনার, যেখানে গতকাল সোনার দাম ছিল আউন্স প্রতি ১৫৮২.৫৯ ডলার। বিশ্ব বাজারে রুপোর দামও আউন্স প্রতি ০.৫% কমে হয়েছে ১৮.০৬ ডলার।

Advertisement

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির আদেশ, জানুন ফাঁসির দিন ও সময়

Advertisement
Advertisement

আমেরিকার ড্রোন হামলায় ইরানের সেনাকর্তার মৃত্যু হওয়ার পর থেকেই ক্রমশ বাড়ছিল সোনার দাম। বিশ্ব বাজারে দাম বাড়ার সাথে সাথেই ভারতের বাজারেও বাড়ছিল সোনার দাম। রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোরালো হেয়ার সাথে সাথেই সোনার দামও বাড়ছিল লাফিয়ে। আজ সেই পরিস্থিতি কিছুটা আয়ত্তে এলো। শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুর পর থেকেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button