খেলাক্রিকেট

Team India: বিশ্বকাপের পর পরিবর্তন হবে দলের অধিনায়ক, রোহিতের পর দায়িত্ব পাবেন এই ক্রিকেটার

আজকের নিবন্ধে আমরা আপনাদের বলি, বর্তমানে ভারতীয় দলে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দুজন ক্রিকেটার।

Advertisement
Advertisement

এই মুহূর্তে ভারতীয় দল অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলংকার মাটিতে এশিয়া কাপ খেলতে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে ভারতীয় দল চলতি এশিয়া কাপে সুপার-৪ এ জায়গা নিশ্চিত করেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, চলমানরত এশিয়া কাপের মেগা আসর শেষ হতে না হতেই একদিনের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। কারণ এশিয়া কাপের মেগা ফাইনাল ১৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার পরেই শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলা। উল্লেখ্য, ২০২৩ একদিনের বিশ্বকাপে ভারত ৫ই অক্টোবর প্রথম ম্যাচ খেলবে।

Advertisement
Advertisement

এদিকে, বিশ্বকাপের মেগা আসর নিকটে আসতেই শুরু হয়েছে ভারতীয় টিমে তীব্র জল্পনা। অনেকেই মনে করছেন, আসন্ন এই বিশ্বকাপ হতে চলেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। পাশাপাশি এই তালিকায় উঠে এসেছে ভারতের প্রাক্তন ক্রিকেটের বিরাট কোহলির নামও। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, রোহিত শর্মার পরে ভারতীয় দলে অধিনায়কত্ব পাবেন কে?

Advertisement

আজকের নিবন্ধে আমরা আপনাদের বলি, বর্তমানে ভারতীয় দলে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দুজন ক্রিকেটার। ভারতের উইকেট রক্ষক ঋষভ পন্থের নাম এই তালিকায় থাকলেও জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে এখনও সংশয় রয়েছে। ফলে স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জায়গায় এগিয়ে রয়েছেন ভারতের তুখোর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বর্তমানে তিনি রোহিত শর্মার ডেপুটি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আইপিএলেও গুজরাটের জন্য যথেষ্ট ভালো অধিনায়কত্ব করেছেন তিনি। ফলে মনে করা হচ্ছে, রোহিতের পর ভারতীয় দলের গুরু দায়িত্ব তুলে দেওয়া হতে পারে এই অলরাউন্ডারের হাতে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button