Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

করোনার পর কর্মহীন হতে পারেন বিশ্বের ৩৩০ কোটি মানুষ, প্রকাশ্যে আসলো চাঞ্চল্যকর রিপোর্ট

Advertisement
Advertisement

করোনার প্রভাবে বিশ্বের অর্থনীতির হাল বেহাল। করোনার হাত থেকে বাঁচতে একের পর এক দেশে জারি হয়েছে লকডাউন। ফলে বন্ধ উৎপাদন, আমদানি রপ্তানি। কাজ হারিয়েছেন সারা বিশ্বের কয়েক লক্ষ মানুষ। লকডাউন উঠে গেল বিশ্ব জুড়ে এখনও কাজ হারাবেন কয়েক লক্ষ মানুষ। রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রিত সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) এর একটি রিপোর্ট বলছে, করোনা পরবর্তীতে পৃথিবী জুড়ে কাজ হারাতে পারেন ৩৩০ কোটি মানুষ। এর মধ্যে শুধুমাত্র ভারতেই কাজ হারাতে পারেন প্রায় ৪০ কোটি মানুষ। ILO এর মতে, পরিস্থিতি ২০০৮-০৯ এর অর্থনৈতিক সংকটের থেকেও ভয়াবহ হতে পারে।

Advertisement
Advertisement

ILO এর রিপোর্ট জানাচ্ছে করোনা ভাইরাসের জন্য ২০২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৭% কাজের দিন নষ্ট হবে। শ্রমিকের কাজের দিনের হিসেবে যা ১৯.৫ কোটি পূর্ন সময়ের শ্রমিকের কাজ খোয়ানোর সমান। প্রসঙ্গত, ২০১৯ এর ডিসেম্বরেই ILO পূর্বাভাস দিয়েছিল যে, সংশ্লিষ্ট মাসে বিশ্ব জুড়ে আড়াই কোটি মানুষ বেকার হয়ে যেতে পারে। করোনা ভাইরাস দীর্ঘস্থায়ী হওয়ায় তা যে আরও বাড়বে সেকথা বলাই বাহুল্য। আর এদিনের রিপোর্টে সেটাই উঠে এলো। করোনা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি করে পড়বে অসংগঠিত ক্ষেত্রে। সংগঠিত ক্ষেত্রেও প্রভাব পড়বে কিন্তু অসংগঠিত ক্ষেত্রের তুলনায় কিছুটা কম।

Advertisement

দুদিন আগেই ILO এর আর একটি রিপোর্টে দেখা গিয়েছিল করোনা পরবর্তীতে শুধুমাত্র ভারতেই ৪০ কোটি মানুষ কাজ হারাতে পারেন। এই লকডাউনের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারত, নাইজেরিয়া এবং ব্রাজিলে বলে উল্লেখ করা হয়েছিল ওই রিপোর্টে। করোনা আটকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই জারি হয়েছে লকডাউন বা শাটডাউন। ফলে সাধারণ মানুষের হাতে কাজ নেই, নেই নগদের জোগান। স্তব্ধ আর্থিক লেনদেন। রাষ্ট্রপুঞ্জের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন খারাপ পরিস্থিতি আর তৈরি হয়নি। এই পরিস্থিতিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে মত রাষ্ট্রপুঞ্জের। এখন এটাই দেখার লকডাউন ওঠার পর বিশ্বের অর্থনীতির কি অবস্থা হয়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button