অফবিট

৫০ বছর পরে গুজরাটে ফের দেখা মিলল ‘ঢোলে’ নামে এক শিস দেওয়া কুকুরের

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – গোটা ভারতবর্ষ জুড়ে করোনা ভাইরাস এর জন্য লকডাউন চলছে। ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীর দল। ভারতবর্ষের দিল্লি থেকে শুরু করে আর্জেন্টিনা সর্বত্রই হরিণ, লেমুররা ফাঁকা জায়গায় সর্বত্রই নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। গুজরাটে প্রায় ৫০ বছর পরে আবার দেখা গেল এক ধরনের কুকুরের। বিলুপ্তপ্রায় এশিয়াটিক বন্য কুকুরের দেখা মিলেছে সহ্যাদ্রি পর্বতমালার ‘ভানসদা ন্যাশনাল পার্ক’এ।

Advertisement
Advertisement

‘ঢোলে’ নামক এই কুকুরকে শেষবারের মতো দেখা গেছে ১৯৭০ সালে। এই কুকুরটি অসাধারণ একটি ডাক ডাকে, মানে রীতিমতো শিস দেয়, তাই একে ‘হুইসলিং ডগ’ বলা হয়। এই ধরনের কুকুরের উপস্থিতি আমাদের বুঝিয়ে দেয় এখন বনাঞ্চলের অবস্থা খুবই ভালো। বনের পশুরা নিশ্চিন্তে থাকতে পারছে। মানুষের আনাগোনা স্বভাবের জন্যই তারা তাদের বাসায় শান্তিতে থাকতে পারে। এই কুকুরের ছোট ছোট পা এবং ছোট লেজ আছে। এই কুকুরটিকে জঙ্গলে দেখার পরে এই জঙ্গলে ক্যামেরা লাগানো হয়েছে, তাদের সংখ্যা ও তাদের আনাগোনা দেখাশোনার জন্য। করোনা ভাইরাস কেড়ে নিয়েছে বহু জীবন। চিন্তায় ফেলেছে মানুষকে। মানুষের জীবন ও জীবিকাকে কেড়ে নিয়েছে। কিন্তু দিয়েছে অনেক কিছু। পরিবেশ দূষণ কমিয়েছে। মানুষের আনাগোনা কমার ফলে বনাঞ্চল রয়েছে স্বস্তিতে। গাছগাছালির সঙ্গে গাছগাছালির সঙ্গে থাকা পশু-পাখিও রয়েছে নিশ্চিন্তে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button