টেক বার্তা

টাটা ন্যানো এখন অতীত, ১.৭ লাখ টাকায় ধাসু ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল ইয়াকুজা

নিউক্লিয়ার ফ্যামিলির জন্য নির্মিত এই গাড়িটির দামের কথা যদি বলি, তবে এর শোরুম মূল্য মাত্র ১.৯০ লাখ টাকা রাখা হয়েছে।

Advertisement
Advertisement

দিনের পর দিন ক্রমবর্ধমান জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ইলেকট্রিক গাড়ি কেনার দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। ভারতের বাজারে এই মুহূর্তে Tata Tiago, MG Coment সহ একাধিক ইলেকট্রিক গাড়ি বর্তমান থাকার শর্তেও গ্রাহকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন রতন টাটার স্বপ্নের রাজকন্যা Tata Nano ইলেকট্রিক গাড়ির জন্য। কারণ, কোম্পানির ঘোষণা অনুযায়ী এটাই হতে চলেছে ভারতের বাজারে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি।

Advertisement
Advertisement

তবে এবার টাটা ন্যানোর মার্কেট দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে চলেছে হরিয়ানার সিরসায় অবস্থিত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা ইয়াকুজা ইলেকট্রিক। সম্প্রতি ভারতীয় এই সংস্থাটি নিজেদের প্রথম বৈদ্যুতিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। যার পর থেকে টাটা ন্যানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করেছে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, ইয়াকুজা নির্মিত বিশ্ববাজারে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisement

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ইয়াকুজা নির্মিত ইলেকট্রিক গাড়িটি ৩ আসন বিশিষ্ট। গাড়িটি নির্মাণের ক্ষেত্রে এর ডিজাইনের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আপনাদের বলি, এই স্টাইলিস্ট গাড়িটি টাটা ন্যানো থেকে সাইজে অনেকটাই ছোট। ফলে খুব সহজে ছোট ব্যাটারি প্যাকের সাহায্যেও অধিক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে গাড়িটি।

Advertisement
Advertisement

যদি বিশ্ব বাজারের সবচেয়ে ছোট এই ইলেক্ট্রিক গাড়ির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে এলইডি ডিআরএল, এলইডি ফগ ল্যাম্প, সংযুক্ত এলইডি টেইল ল্যাম্প, বোতল ধারক, পাওয়ার উইন্ডো, ব্রড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল এবং প্রজেক্টর হেডল্যাম্পের মতো বৈশিষ্ট্যগুলি দেখতে পাবেন। এছাড়া গাড়িটি সিঙ্গেল চার্জে ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। নিউক্লিয়ার ফ্যামিলির জন্য নির্মিত এই গাড়িটির দামের কথা যদি বলি, তবে এর শোরুম মূল্য মাত্র ১.৯০ লাখ টাকা রাখা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button