শেষ কয়েক বছর ধরে বলিউডের উপর আধিপত্য বিস্তার করেছে বিভিন্ন দক্ষিনী সিনেমা। আগেকার দিনে টানটান অ্যাকশন সিকোয়েন্স বা সুপার ডুপার ফাইটের কথা বললেই বলিউড সিনেমার কথা মাথায় আসত। কিন্তু বর্তমানে বাজি পাল্টে গেছে। দক্ষিণী সিনেমার অসাধারণ স্ক্রিপ্ট এবং মানানসই অ্যাকশন পছন্দ হচ্ছে গোটা দেশবাসীর। এর পাশাপাশি অনেক আইকনিক দক্ষিণী তারকাদের ব্যাপক অভিনয় মন জয় করে নেয় আপামর দেশবাসীর। তবে এই ইন্ডাস্ট্রি বর্তমানে চর্চায় রয়েছে একটি বিতর্কিত সিনেমার কারণে।
আশা করি সকলেই বুঝে গিয়েছেন কোন সিনেমার কথা বলা হচ্ছে। শেষ কিছু দিন ধরে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক চর্চায় রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। এই সিনেমার রিলিজের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন সকলেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একাকার হয়ে সকলের কাছে উপভোগ্য হয়ে উঠছে এই সিনেমা। এই সিনেমা নিয়ে চর্চার মাঝেই আবার নতুন এক সমস্যায় পড়লেন অভিনেত্রী অদা শর্মা। ঠিক কি হয়েছে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
সম্প্রতি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত যোগাযোগ নম্বর এবং সমস্ত বিবরণ। অভিনেত্রীর এই সমস্ত বিবরণ ফাঁস করেছেন ‘ঝামুন্ডা_বোলতে’ নামের এক ব্যবহারকারী। এর সাথে এই ব্যবহারকারী অভিনেত্রীর নতুন যোগাযোগ নম্বর ফাঁস করার হুমকিও দিয়েছেন। অভিযোগের পর যে অ্যাকাউন্ট থেকে নম্বরটি ফাঁস হয়েছে, সেটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তবুও, এই পোস্টটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং এটি মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে। আর তাতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ছবিটি তার দ্বিতীয় সপ্তাহেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। শাহরুখ খানের পাঠানের পরে ছবিটি ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হয়ে উঠেছে। ‘দ্য কেরালা স্টোরি’ গল্পটি কেরালায় ধর্ম পরিবর্তন করে সন্ত্রাসী সংগঠনে যোগদানের উপর ভিত্তি করে তৈরি। ফিল্মটি দাবি করে যে কেরালা থেকে ৩২,০০০ মেয়ে নিখোঁজ হয়েছিল এবং পরে সন্ত্রাসী গোষ্ঠী, আইএসআইএস-এ যোগ দিয়েছিল। একপক্ষ সত্য ঘটনা বলে এই ছবিটির প্রচার করলেও অন্যপক্ষ এটিকে বানোয়াট বলছে। ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালনা করেছেন সুদীপ্ত সেন। ‘দ্য কেরালা স্টোরি’-তে আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি এবং সোনিয়া বালানি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ইতিমধ্যেই ২০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়েছে।