বলিউডবিনোদন

করোনা মোকাবিলায় ঘরছাড়া পরিবারের দায়িত্ব নিলেন অভিনেতা বরুন ধাওয়ান

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: গৃহহীন গরিব মানুষদের সহায়তায় এগিয়ে এলেন অভিনেতা বরুন ধাওয়ান। দীনদরদি এই বলিউড অভিনেতা দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন আজকের কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে। যেখানে গোটা বিশ্ব আক্রান্তে কাহিল হয়ে পড়েছে করোনা ভাইরাসের মারনকোপে, সেই অবস্থায় ভারতবর্ষ এখনও এই রোগের বিরুদ্ধে জোরকদমে লড়ে যাচ্ছে।

Advertisement
Advertisement

ভারত এমন একটি তৃতীয় বিশ্বের দেশ যেখানে বহুসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন। সেই সমস্ত মানুষেরা লকডাউন চলাকালীন আরও জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছেন। এই বিপর্যয় সমগ্র মানবজাতিকে ঠেলে দিয়েছে বিপূল ধ্বংসের দিকে। তাই সামান্য সুরাহায় কিছু মানুষের সাহায্যে এগিয়ে এলেন বরুন।

Advertisement

 

View this post on Instagram

 

This is a long battle and we have to fight it together. Finding solutions is the only way foward. @ratantata #tatatrust

A post shared by Varun Dhawan (@varundvn) on

Advertisement
Advertisement

অভিনেতা ইনস্টাগ্রামে এক পোস্ট মারফৎ জানান, তিনি এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র ও গৃহহীন কিছু মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের এবং সামনাসামনি পরিস্থিতির শিকার হয়ে আমাদের রক্ষাকর্তা হিসেবে এগিয়ে আসা পুলিশ কর্মীদের খাদ্যের জোগান দিচ্ছেন তিনি। বরুন জানান, “এগুলো খুবই ক্ষুদ্র প্রয়াস তবু এই মুহূর্তে কোনো প্রচেষ্টাই তুচ্ছ নয়। আমি যথাসাধ্য চেষ্টা করব সকলকে সাহায্য করার।”

বরুনের এই পোস্টে উচ্ছসিত তার ভক্তরা অভিনেতার বড় মনের পরিচয় পেয়ে তাকে কুর্নিশ জানান। ভক্তসহ তারকারাও তাকে এগিয়ে যাওয়ার শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অন্যান্য বলি সেলেবদের সঙ্গে পাল্লা দিয়ে এবার দরিদ্রদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে প্রস্তুত অভিনেতা বরুন ধাওয়ান।

Advertisement

Related Articles

Back to top button