Today Trending Newsদেশনিউজ

হিন্দু মহিলা বোরখা পরিহিতা কেন, ঘটনার নতুন চাঞ্চল্য শাহিনবাগে

Advertisement
Advertisement

সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া একটি গুলি চালানোর কান্ডে শাহিনবাগের নাম উঠে এসেছে। দিল্লিতে গত চার দিনে উঠে এসেছে তিনটি গুলি ছোড়ার ঘটনা। এখন সবচেয়ে চর্চিত বিষয় হল দিল্লির শাহিনবাগ। গত কয়েকদিন আগে সেখানে নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভরত বেশ কয়েকজন মহিলা ও শিশু উপস্থিত স্থলে একজন হঠাৎ গুলি চালায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

Advertisement
Advertisement

এদিন এক নতুন এক ঘটনায় তা চাঞ্চলে ছড়ায়। সেই বিক্ষোভরত স্থানে হঠাৎই এসে পড়েন এক বোরখা পরিহিতা এক মহিলা। এরপর সন্দেহের বশে তাকে কয়েকজন বিক্ষোভকারী ঘিরে ফেলে। উত্তেজনা সৃষ্টি হওয়ার আগেই পুলিয় তা নিয়ন্ত্রণে আনে। এরপরই ঝুলি থেকে বেরোয় সমস্ত তথ্য। ওই বোরখা পরিহিতা মহিলার নাম গুঞ্জা কাপুর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে টুইটারে ফলো করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজপি সাংসদ তেজস্বী সুর্য। তিনি বিজেপির হয়ে পত্রপত্রিকা ও সোস্যাল মিডিয়ায় লেখালেখি করেন, এছাড়াও রয়েছে তার একটি ইউটিউব চ্যানেল।

Advertisement

আরও পড়ুন : CAA মুসলিমদের জন্য কোন হুমকি নয়, তবে NPR খুবই প্রয়োজনীয়, বললেন রজনীকান্ত

Advertisement
Advertisement

জানা গিয়েছে বিক্ষোভরত মহিলাদের ঘিরে গুঞ্জা কাপুর নানান উপদেশ ও প্রশ্ন করতে থাকেন। কেন তারা এই প্রতিবাদ করছে বা কি হবে প্রতিবাদ করে এই সব জিজ্ঞেস করতে থাকেন। তারপর সন্দেহ হওয়ায় তাকে তল্লাশির ফলে মেলে একটি ক্যামেরা। তিনি হিন্দু হয়ে বোরখা কেন পরেছিলেন সে প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন নি। এরপর সাংবাদিকরা তাকে নানান প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। তবে সূত্রের খবর, শাহিনবাগের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের জায়গায় অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলেন।

Advertisement

Related Articles

Back to top button