নিউজদেশ

জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা দেখে আগে থেকেই সেরে রাখুন কাজ

বিভিন্ন শহরে বিভিন্ন দিনে ছুটি থাকে দেশজুড়ে

Advertisement
Advertisement

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।

Advertisement
Advertisement

জুন মাস শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। তার মধ্যেই আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে যে এই জুন মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আরবিআই অনুযায়ী চলতি মাসে সাপ্তাহিক ছুটি এবং উৎসবের জন্য ছুটির কারণে মোট ১২ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। কোন দিন কোন শহরে ব্যাংক বন্ধ থাকবে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

জুন মাসে ছুটির দিনের হিসাব:

Advertisement
Advertisement

৪ জুন: রবিবার, দেশব্যাপী ছুটি

১০ জুন: দ্বিতীয় শনিবার, দেশব্যাপী ছুটি

১১ জুন: রবিবার

১৫ জুন: বৃহস্পতিবার, রাজা সংক্রান্তি, মিজোরাম ও ওড়িশা রাজ্য

১৮ জুন: রবিবার, দেশব্যাপী ছুটি

২০ জুন: বৃহস্পতিবার, রথযাত্রা , ওড়িশা, মণিপুর রাজ্য

২৪ জুন: চতুর্থ শনিবার, দেশব্যাপী ছুটি

২৫ জুন: সপ্তাহান্তে রবিবার, দেশব্যাপী ছুটির দিন

২৬ জুন: খারচি পূজা, ত্রিপুরা রাজ্য শুধুমাত্র

২৮ জুন: মঙ্গলবার, ঈদ উল আজহা, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, কেরালা রাজ্য

২৯ জুন: বৃহস্পতিবার, ঈদুল- আধা, সারাদেশে ছুটি

৩০ জুন: শুক্রবার রীমা ঈদুল আজহা

Advertisement

Related Articles

Back to top button