কৌশিক পোল্ল্যে: বলিউডি খানদানে তিন খানই দিলদার হিসেবে বহুল পরিচিত। এতদিন দেশের কঠিন সময়ে শাহরুখ এবং সলমান সাহায্যের হাত বাড়িয়ে দিলেও অামিরের অনুদান দেওয়ার কোনো খবর প্রকাশ্যে আসেনি। তবে এতদিন পর সেই নিয়ে অনেক জলঘোলা হওয়ার শেষমুহূর্তে জানা গিয়েছে কোভিড-১৯ করোনা বিপর্যয়ে অর্থের অনুদান দিয়েছেন আমির খান।
বর্তমানে দেশের দুর্দিনে কমবেশি বহু তারকাই এগিয়ে এসেছেন অর্থসাহায্যে, এবার সেই তালিকায় আমির খানের নামটিও যুক্ত হল। যদিও আমির নাকি অনেকদিন আগে থেকেই দান করে চলেছেন তবে সবটাই গোপনে, যা তিনি জানাতে চাননি এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে। শুধু তাই নয় এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে পড়েছেন বলিউডের ‘গজনী’ বয়।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আমির প্রধানমন্ত্রীর তহবিলসহ (পিএম কেয়ার) রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিল চিফ মিনিস্টার ফান্ডেও অনুদান করেছেন। তবে দুই ক্ষেত্রেই টাকার পরিমানটা ঠিক কত, সেই নিয়ে মুখ খুলতে রাজি নন আমির। এছাড়াও তার আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র কাজ চলাকালীন যে সমস্ত কর্মীরা বেকার হয়ে পড়েছেন, আমির তাদের সকলেরই অন্নসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন যা সত্যিই তাদের পক্ষে এক জনকল্যানমূলক কর্মসূচী।
লকডাউনের জেরে এক ছন্নছাড়া পরিস্থিতির সম্মুখীন হয়েছে সমস্ত দেশবাসী, যার মাশুল গুনতে হচ্ছে সাধারন মানুষকে। এসময় আমিরের অনুদান অবশ্যই কিছু উন্নয়নমূলক কাজের অংশ হবে এমনটাই আশাবাদী তিনি। নিজের উক্ত কাজকর্মগুলির মাধ্যমে আমির বুঝিয়ে দিলেন, দানধ্যানের দিক দিয়ে তিনিও কিছু কম যাননা। মনের দিক দিয়ে তিনি সত্যিই আমির।