নিউজদেশ

Aadhar update: এখনই বন্ধ হয়ে যাবে আপনার দশ বছর পুরনো আধার কার্ড, কি করে সমাধান করবেন সমস্যা?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এই সম্পর্কিত একটি গাইডলাইন জারি করে দিয়েছে

Advertisement
Advertisement

ব্যাংকের কাজ হোক বা যেকোনো কেওয়াইসি এর প্রয়োজন আধার কার্ড খুবই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। তবে, এই পরিচয়পত্রের সঙ্গে একাধিক নিয়ম রয়েছে। তবে, এই পরিচয়পত্র যদি আপনি প্রায় ১০ বছর আগে তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কিছু আপডেট করতে হবে। আধার কার্ড নিয়ে আপনাকে নড়েচড়ে বসতে হবে। UIDAI দশ বছর হয়ে গেলে আপনাকে এই আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে। এর মূল কারণ হলো, আপনার অনীহার কারণে হয়তো অকেজো হয়ে যেতে পারে আপনার আধার কার্ড।

Advertisement
Advertisement

যারা ১০ বছরের জন্য, আধার কার্ডের জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেননি, তাদের আধার কার্ড নিয়ে সমস্যা হতে পারে। অবিলম্বে স্থানীয় আধার কেন্দ্রে গিয়ে এই কাজ আপনাকে করে ফেলতে হবে। আপনি নিজের মোবাইল থেকেও কিছুটা কাজ করে নিতে পারেন। এর জন্য আপনাকে কোথাও বিশেষ কিছু দৌড়াদৌড়ি করতে হবে না। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই কাজটা করবেন।

Advertisement

আপনাকে জানিয়ে রাখি, সেলফ সার্ভিস প্রোফাইলের মাধ্যমে আপনি সহজেই এই কাজটি করতে পারেন। তবে আপনি যদি আপনার বাড়ির ঠিকানা নাম আপডেট বায়োমেট্রিক তথ্য আপডেট করতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার কাছের এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আইডেন্টি প্রুফ আপডেট করার কাজ আপনি বাড়িতে বসে করতে পারেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

Advertisement
Advertisement

আধার এসইউপি পোর্টাল uidai.gov.in-এ ঢুকে প্রথমেই ‘আপডেট অ্যাড্রেস অনলাইন’ লেখা ট্যাবে ক্লিক করুন।

এবার সেখানে গিয়ে আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি নম্বরটি পুট করতে হবে।

এরপরে সিকিওরিটি কোডটি দিলেই আপনার রেজিস্টারর্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে।

সেই ওটিপি নম্বরটি পুট করতে হবে আপনাকে।

এবার ‘অ্যাড্রেস’ অপশনটি সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর সাবধানে নিজের গোটা অ্যাড্রেসটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনি।

ক্লিক করুন ‘কনফার্ম’ বাটনে।

এরপরে আপনার সাপোর্টিং ডকুমেন্টের একটি কালার স্ক্যান কপি অ্যাটাচ করে ফের ‘সাবমিট’ বটনে ক্লিক করতে হবে আপনাকে।

এরপর সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা দেখে নিয়ে ‘ইয়েস’ ট্যাবে ক্লিক করুন।

এরপর ‘বিপিও’ সিলেক্ট করে সাবমিট অংশে ক্লিক করুন। আর তাহলেই আপনার আপডেট রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে।

এবার ইউআরএন নম্বরটি লিখে রাখতে হবে আপনাকে। আপনার রেজিস্টারর্ড মোবাইল নম্বর ও মেইল আইডিতেও চলে যাবে ওই ইউ আর এন নম্বরটি।

ওই নম্বরটির মাধ্যমে অনলাইনে আপনি আপনার ইউআরএন স্ট্যাটাস চেক করতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button