টেক বার্তা

সরকারি সুবিধা পেতে এবার থেকে বাধ্যতামূলক হল আধার কার্ড

Advertisement
Advertisement

সন্ত্রাসবাদীর হামলার শিকার যেসব পরিবার, সেসব সদস্যদের আর্থিক সহায়তা এবং সাম্প্রদায়িক দাঙ্গার কারনে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় এবার আধার কার্ডের প্রয়োজন হবে। একটি বিজ্ঞপ্তিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ‘সন্ত্রাসবাদী, সাম্প্রদায়িক দাঙ্গা, ভারতীয় সীমান্তে ক্রস বর্ডার ফায়ারিং, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ পেতে গেলে যোগ্য ব্যাক্তিকে আধার কার্ড প্রমাণ স্বরূপ দেখাতে হবে।

Advertisement
Advertisement

এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে যে কোনও উপযুক্ত সুবিধাভোগী, যার আধার কার্ড বর্তমান নয় বা এখনও আধারের জন্য নাম নথিভুক্ত করেননি, তাদের আধার তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যে এই বিজ্ঞপ্তিটি আসাম ও মেঘালয় বাদে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কার্যকর হবে। সরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ‘এই সমস্ত ক্ষেত্রে সাহায্য গুলি প্রাথমিক ভাবে রাজ্য সরকার গুলি করে, পরে সেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার গুলিকে ফিরিয়ে দেয়।’ এর জন্য বার্ষিক ৬-৭ কোটি টাকা বরাদ্দ করা হয় বাজেটে বলেও জানিয়েছেন সরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা।

Advertisement

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্প কে স্বাগত জানাতে আয়োজিত হবে ‘কেম ছো ট্রাম্প’

Advertisement
Advertisement

প্রসঙ্গত সুপ্রীম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, সব ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না, তবে সরকারি কোনো প্রকল্পে আধার কার্ড কেন্দ্র চাইলেই তা বাধ্যতামূলক করতে পারবে। ঠিক সেটাই করতে চলেছে এবার কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে যাঁরা প্রধানমন্ত্রী ভায়া বন্দনা প্রকল্পের সুবিধা পেতে চান তাদের জন্যও বাধ্যতামূলক করেছিল আধার। এবার বাধ্যতামূলক করা হলো এক্ষেত্রেও।

Advertisement

Related Articles

Back to top button