নিউজরাজ্য

Aadhaar link: এইসব প্রকল্পে আধার লিঙ্ক করা না থাকলে আর চলবে না, সতর্ক করে দিল নবান্ন

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই আধার লিঙ্ক সম্পর্কে একটি নির্দেশিকা জারি করা হয়েছে

Advertisement
Advertisement

কেন্দ্র হোক বা রাজ্য, মানুষের জন্য সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্প চালু করা হয়ে থাকে। তবে মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে যে সেই সকল প্রকল্প নিয়ে নানান ধরনের কারচুপির অভিযোগ ওঠে। সত্যি যার দরকার সেই উপভোক্তা, অনেক সময় সুবিধা পান না। অথচ যার দরকার নেই তিনি এই প্রকল্পের লাভ উঠিয়ে নিয়েছেন। এই ধরনের কারচুপি ঠেকাতে এবারে সরকারের তরফ থেকে প্রত্যেকটি প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

এমনিতেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পে আধার লিঙ্ক করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই পথ এবার অনুসরণ করল রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেই সমস্ত প্রকল্প সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে আধার লিঙ্ক না করলে আর চলবে না। সম্প্রতি রাজ্যজুড়ে এই দুয়ারে সরকার কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচির ব্যস্ততার মধ্যেই প্রত্যেক জেলার জেলাশাসককে কড়া বার্তা দেওয়া হয়েছে এই সম্পর্কে। এখানে জানানো হয়েছে ১০০দিনের কাজ, বার্ধক্য ভাতা, জাতীয় গ্রামীণ জীবন-জীবিকা মিশন এবং আবাস যোজনার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আধার সংযুক্তিকরণের কাজ শেষ করতে হবে।

Advertisement

জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে ১০০ শতাংশ আধার সংযুক্তিকরণ না হলে টাকা পাওয়া যাবে না। এই কারণেই এরকম নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সূত্র মারফত জানা গিয়েছে ১০০ দিনের কাজের ক্ষেত্রে ৯৭.৬ শতাংশ আধার সংযুক্তিকরণ হয়েছে। দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের আধার সংযুক্তিকরণের কাজ ১০০%। অন্যদিকে, আলিপুরদুয়ার, হুগলি, নদীয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগণায় ৯৯% কাজ শেষ হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button