দেশনিউজ

Aadhaar Card Update: আধার কার্ড নিয়ে নতুন আপডেট, না জানলে সমস্যায় পড়বেন

Advertisement
Advertisement

 

Advertisement
Advertisement

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ছিল ১৪ মার্চ, যা আবার বাড়ানো হয়েছে। আধার কার্ড আপডেট করার শেষ তারিখ ৩ মাস বাড়িয়ে ১৪ জুন ২০২৪ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সেই সমস্ত ব্যক্তিরা সুযোগ পাবেন যারা গত ১০ বছরে আধার আপডেট করেননি। নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ফটো এবং বায়োমেট্রিক বিবরণও আপডেট করা যাবে।

Advertisement

আজকাল বেশিরভাগ ভারতীয় আইডি প্রুফ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ব্যবহার করছেন। আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) দেশবাসীর কাছে আধার কার্ড আপডেট করার আবেদন জানিয়েছিল। ইউআইডিএআই-এর মতে, যে ব্যক্তিদের পরিচয়ের প্রমাণ (পিওআই) এবং ঠিকানার প্রমাণ (পিওএ) যাচাই করতে হবে। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা শুধুমাত্র মাই আধার পোর্টালে পাওয়া যাবে।

Advertisement
Advertisement

aadhaar Card update

আধার কার্ডে ঠিকানা আপডেট করতে মাই আধার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এই প্রক্রিয়ায় কোন সমস্যা হলে অফলাইনেও বিস্তারিত আপডেট করতে পারবেন। এর জন্য আপনাকে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

অনলাইনে আধার কার্ড আপডেট করবেন কীভাবে?
-আধার নম্বর ব্যবহার করে https://myaadhaar.uidai.gov.in/ লগ ইন করুন।
-‘প্রসিড টু আপডেট অ্যাড্রেস’ অপশনটি সিলেক্ট করুন।
-নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরিত এককালীন পাসওয়ার্ড (ওটিপি) লিখুন।
-ডকুমেন্ট আপডেট’ এ ক্লিক করুন এবং বাসিন্দার বর্তমান বিবরণ প্রদর্শিত হবে।
-বিশদ যাচাই করুন এবং পরবর্তী হাইপারলিঙ্কে ক্লিক করুন।
-ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ নথি নির্বাচন করুন।
-ঠিকানা প্রমাণ আপলোড করুন।
-‘সাবমিট’ বোতামটি নির্বাচন করুন এবং নথিগুলি আপলোড করুন।

Advertisement

Related Articles

Back to top button