নিউজদেশ

Aadhaar card: আধার কার্ডধারীদের জন্য বড় খবর, ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন এই কাজ

আধার কার্ড সংস্থা সম্প্রতি এই নতুন আপডেট জারি করেছে

Advertisement
Advertisement

আধার কার্ড ব্যবহারকারীদের এবার একটি দুর্দান্ত সুবিধা প্রদান করতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওরফে ইউআইডিএআই। টানা দ্বিতীয়বারের জন্য এবারে বৃদ্ধি করা হয়েছে আধার কার্ড আপডেট করার সময়সীমা। এর আগে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার তারিখ নির্ধারিত হয়েছিল ১৪ জুন ২০২৩। তারপরে এই তারিখ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এবারে কেন্দ্রীয় সরকার আধার কার্ড আপডেট করার সময়সীমা ১৪ ডিসেম্বর অব্দি বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে ।

Advertisement
Advertisement

আধার কার্ড আজকের সময়ে মানুষের সনাক্তকরণের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই কারণে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া হোক বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সব জায়গায় এর একটা প্রয়োজন রয়েছে। এজন্য এই সম্পর্কিত নথিগুলি আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই কাজটি করার জন্য একটা নির্দিষ্ট ফি রয়েছে যা আপনাকে দিতে হবে। কিন্তু এবারে আধার কার্ড সংস্থা এই ফি তুলে দেওয়ার ঘোষণা করেছে। এবার থেকে এই কাজ করার জন্য আর আপনাকে অতিরিক্ত কোন টাকা দিতে হবে না। ১৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করতে পারবেন।

Advertisement

একটি নতুন স্মারকলিপি প্রকাশ করে সংস্থা জানিয়েছে, এবারে গ্রাহকের আধার কার্ডের নথি আপডেট করার জন্য আরো তিন মাস সময় দেওয়া হচ্ছে। মাই আধার পোর্টালের মাধ্যমে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপনি এই কাজটি করতে পারেন। দশ বছর পূর্ণ হওয়ার পরে অন্ততপক্ষে একবার আধার কার্ড আপডেট করতে হয় গ্রাহককে। আপনি ঘরে বসেই নথি জমা করতে পারেন এবং খুব সহজে আপনার আধার কার্ড বিনামূল্যে আপডেট করে ফেলতে পারেন।

Advertisement
Advertisement

ঘরে বসেই এভাবে নথি আপলোড করুন –

১. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে।

২. এর পরে আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত আধার নম্বর এবং ওটিপি প্রবেশ করে লগইন করতে হবে।

৩. পরিচয় এবং ঠিকানার বিশদ বিবরণ আপনার প্রোফাইলে পূরণ করতে হবে।

৪. এবারে আপনকে ভুল বিবরণ সংশোধন করতে হবে।

৫. এরপর, আপনার বিবরণ সঠিক হলে ‘I verify that the above details are correct’-এ ক্লিক করুন।

৬. এবার আপনাকে ড্রপ-ডাউন মেনুতে যেতে হবে এবং আইডেন্টিটি ডকুমেন্টে ক্লিক করতে হবে।

৭. এবার আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে।

৮. ড্রপ-ডাউন মেনু থেকে আপনি যে নথিটি জমা দিতে চান তা নির্বাচন করুন।

৯. আপনার সম্মতি জমা দিন তাহলেই, আপনার নথি আপলোড করা হবে।

Advertisement

Related Articles

Back to top button