নিউজদেশ

Aadhaar card: আধার কার্ডের নিয়মে বড় পরিবর্তন, সরকারের সঙ্গে এবার বেসরকারি সংস্থাতেও চালু হবে নতুন পদ্ধতি

সরকারের পর এবার বেসরকারি কোম্পানিতেও প্রামাণ্য নথি যাচাইকরনের জন্য ব্যবহার করা হবে আধার কার্ড

×
Advertisement

সরকারির পরে এবারে বেসরকারি কোম্পানিতে প্রামাণ্য নথি বা যাচাই করনের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হতে পারে আধার কার্ড। সম্প্রতি এই উদ্দেশ্যে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছে ইলেকট্রনিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আগামী ৫ মে ২০২৩ পর্যন্ত এই বিষয়ে পরামর্শ দিতে পারেন আপনি। আর এই পরামর্শ আপনি সরাসরি দেবেন কেন্দ্রীয় সরকারকে। বর্তমানে আধার যাচাইকরণ শুধুমাত্র কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সার্ভিসের ব্যবহার করা হয়ে থাকে। তবে নিয়ম পরিবর্তনের পরে প্রাইভেট প্রতিষ্ঠানগুলিও প্রমাণিকরনের জন্য আধার কার্ড ব্যবহার করবে।

Advertisements
Advertisement

এই সিদ্ধান্তের পিছনে কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনকে আরো সহজ করে তোলা। আধার কার্ডের পরিষেবা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এই সমস্ত কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এই খসড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। আধার প্রমাণিকরণ ব্যবহার করতে চায় যারা তাদের এই কাজের বিষয়ে পরামর্শ দিতে বলা হয়েছে, যা পরবর্তীকালে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে সরাসরি পাঠানো হবে।

Advertisements

একটি এনজিও এই পরামর্শ ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে সরাসরি পাঠাবে। এর পাশাপাশি আধার কার্ড সম্পর্কিত প্রস্তাবিত পরিবর্তন সরাসরি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষ তাদের পরামর্শ দিতে পারবেন এখানে। সমস্ত পরামর্শ ৫ই মে ২০২৩ পর্যন্ত গ্রহণ করা হবে। এরপরে পরিবর্তনগুলি ভারতের অনন্য সনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিএআই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button