Today Trending Newsদেশনিউজ

১৪ সেপ্টেম্বর পর্যন্ত টাকা ছাড়াই আপডেট করুন আধার কার্ডের নাম-ঠিকানা, জানুন কীভাবে করবেন

আধার কার্ড সম্পর্কিত এই নতুন আপডেট আপনাকে একেবারে চমকে দেবে

Advertisement
Advertisement

যাদের কাছে আধার কার্ড রয়েছে এবারে তাদের জন্য একটা দারুণ উপহার নিয়ে এল ভারত সরকার। এবার আপনারা বাড়িতে বসেই স্বচ্ছন্দে আধার কার্ড আপডেট করতে পারবেন। এজন্য আপনাকে কোন অতিরিক্ত টাকা ও খরচ করতে হবে না। একেবারে বিনামূল্যেই হয়ে যাবে আপনার আধার কার্ড আপডেট করার কাজ। এই নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউআইডিএআই আগামী ১০ দিনের জন্য বিনামূল্যে আধার কার্ড আপডেট করার বিকল্প দিচ্ছে। এখনো পর্যন্ত অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য ৫০ টাকা করে খরচ দিতে হতো। কিন্তু এখন আর সেই খরচ লাগবে না।

Advertisement
Advertisement

জনসংখ্যা সংক্রান্ত আপডেট আধার কার্ডে নিয়ে আসতে আপনাকে বিশেষ কিছুই করতে হবে না। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে এই কাজ আপনি করতে পারেন। এই সময়ের মধ্যে আপনি যে যে তথ্য আপডেট করতে পারবেন তার মধ্যে রয়েছে নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি। আগে এই তথ্য আপডেট করতে আপনাকে ৫০ টাকা করে দিতে হতো। কিন্তু এখন আর আপনাকে টাকা দিতে হবে না। তবে আপনাকে জানিয়ে রাখি, আঙুলের ছাপ কিংবা আইরিস এর মত আপডেট কিন্তু আপনি করতে পারবেন না। এর জন্য আপনাকে নিকটস্থ আধার কেন্দ্রে যেতে হবে এবং সেখানে গিয়েই আপডেট করতে হবে আপনার আধার কার্ড।

Advertisement

কেন গুরুত্বপূর্ণ আধার কার্ড আপডেট করা?

Advertisement
Advertisement

প্রথমত ইউআইডিএআই ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করেছে। যাদের আধার কার্ডে ১০ বছর যাবত কোন আপডেট নেই তাদেরকে এই আপডেট করতে বলা হচ্ছে। ওটা দেখতে গেলে আধার কার্ড প্রতি ১০ বছরে একবার আপনাকে আপডেট করতে হবে, যাতে এটি সম্পর্কিত ডেটাবেস আপ-টু-ডেট হতে থাকে। সংস্থাটি জানিয়েছে, অনেক নাগরিক তাদের শহর বা ঠিকানা আপডেট করতে থাকে। সেই কারণে এই তথ্য আপডেট করা অত্যন্ত প্রয়োজন।

কিভাবে করবেন আপডেট?

১. প্রথমে আপনাদের যেতে হবে ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে।

২. এরপর আপনাদের মাই আধার ট্যাবে ক্লিক করতে হবে।

৩. এখানে আপনাকে ড্রপডাউন মেনু থেকে আপডেট ইওর আধার নির্বাচন করতে হবে।

৪. এখন আপনাকে আধার নম্বর এবং ক্যাপচা যাচাইকরন কোড প্রবেশ করে ওটিপি যাচাই করতে হবে।

৫. নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি এর সাহায্যে আপনাকে লগইন করতে হবে।

৬. পরবর্তী পেজে জনসংখ্যার বিবরণ নির্বাচন করার সময় আপনাকে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এছাড়াও সাবমিট আপডেট রিকোয়েস্টে ক্লিক করার আগে প্রাসঙ্গিক নথির একটি একটি স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

৭. এরপরে এসএমএসের মাধ্যমে আপনাকে আধার অনুরোধ নম্বর পাঠানো হবে। সেই নম্বর ব্যবহার করে আপনি আপনার আধার কার্ডের আপডেট ট্র্যাক করতে পারবেন। নির্ধারিত সময়ের পরে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button