কলকাতানিউজ

২১ শে জুন সারা দেশে ঘটবে বিরল এক মহাজাগতিক ঘটনা, সাক্ষী থাকবে কলকাতা

Advertisement
Advertisement

২১ শে জুন কর্কটসংক্রান্তি। বছরের সবচেয়ে বড় দিন। আর সেই দিনেই বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে দেশবাসী। ২১ জুন রাজস্থান, উত্তরাখন্ড, হরিয়ানার বিভিন্ন প্রান্ত থেকে সূর্যের সম্পূর্ণ বলয়গ্রাস দেখা যাবে। অন্যান্য রাজ্য থেকে দেখা যাবে না পূর্ণ বলয় গ্রাস।

Advertisement
Advertisement

তবে, সেক্ষেত্রে আংশিক সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এ বিষয়ে বিড়লা তারামন্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী সংবাদমাধ্যমে জানান, এই বলয়গ্রাস দেখা যাবে মধ্য আফ্রিকার কঙ্গো থেকে শুরু করে এশিয়ার ৫ টি দেশ ছুঁয়ে বিষুবরেখা পর্যন্ত। সেক্ষেত্রে কলকাতা মহানগরীর বিভিন্ন অংশ থেকে দেখা যাবে খন্ডগ্রাস।

Advertisement

সেদিনের এই সূর্যগ্রহণ বিরল ঘটনা। কারণ, সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে ধীরে ধীরে কমে আসবে প্রাকৃতিক আলো। ক্রমশ অন্ধকার নেমে আসবে সেদিনের দুপুরে। বেলা ১২ টা ৩৫ মিনিটে অন্ধকার জোরালো হবে। সম্পূর্ণ গ্রহণ লাগবে সূর্যে। এরপর ধীরে ধীরে সূর্যের উপর থেকে সরতে শুরু করবে চাঁদের ছায়া। দুপুর আড়াইটার পর চাঁদের গ্রাস থেকে সম্পূর্ণ মুক্ত হবে সূর্য।

Advertisement
Advertisement

দেবীপ্রসাদ বাবু এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, আংশিক সাধারণ সূর্যগ্রহণ আশ্চর্যের বিষয় নয়। প্রতি ৪ থেকে ৭ বছর অন্তর এই গ্রহণ দেখতে পাওয়া যায়। তবে বলয় গ্রাস একটি ব্যতিক্রমী বিরল ঘটনা। যা এর পর আবারও দেখা যাবে ২০৩৪ সালে। এই ধরনের সম্পূর্ণ বলয়গ্রাস দেখতে ১৪ বছরের অপেক্ষা করতে হবে ভারতবাসীকে।

Advertisement

Related Articles

Back to top button