কলকাতানিউজ

দমদম বিমানবন্দরে ভিনরাজ্যের যাত্রীদের জন্য তৈরি কোয়ারেন্টাইন সেন্টার

Advertisement
Advertisement

আগামী বৃহস্পতিবার ফের চালু হয়ে যাচ্ছে দমদম বিমানবন্দর। গত ২৫ তারিখ দেশ জুড়ে শুরু হয়ে যায় বিমান পরিষেবা। আর দু’দিন পরেই অর্থাৎ ২৮শে মে শুরু হচ্ছে কলকাতায় বিমান পরিষেবা। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার দমদম বিমানবন্দরের পুরোনো টার্মিনালে তৈরি হয়েছে ৪০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার। বাইরের বিভিন্ন রাজ্য থেকে যাত্রী ফিরবেন কলকাতায়। তাঁদের দেহে করোনার সংক্রমণ আছে কিনা তার জন্য তাঁদের আলাদা রাখার বন্দোবস্ত হিসেবে তৈরি হয়েছে এই কোয়ারেন্টাইন সেন্টার।

Advertisement
Advertisement

বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টারে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে যাতে বাইরের রাজ্য থেকে আসা যাত্রীদের কোনো সমস্যা না হয়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে যেসমস্ত যাত্রী বিমান থেকে নামবেন তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হবে। যদি কোনো যাত্রীর শরীরে কোভিড-১৯ এর নমুনা পাওয়া যায় তবে তাঁদের সোয়াব টেস্টের নমুনা নেওয়া হবে। তবে যাত্রীদের এই কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে গেলে কোনোরকম মূল্য খরচ করতে হবে না। যাত্রীরা বিমানবন্দর কর্তৃপক্ষের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছেন।

Advertisement

অসামরিক বিমান মন্ত্রক ও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে দমদম বিমানবন্দরে এই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে। রাজ্যে ঘূর্ণিঝড় ‘আমফান’-এর তান্ডবে তছনছ হয়ে যায় কলকাতা সংলগ্ন কয়েকটি জেলা। বাদ পড়েনি দমদম বিমানবন্দরও। বিমানবন্দরের অনেকটা জায়গা জলে ডুবে যায়। ভেঙে পড়ে এক্সিট পয়েন্টের ছাদের ফাইবারের অংশের ছাউনির বেশ কিছুটা অংশ। আর তার ফলেই গত ২৫ তারিখ সচল করা যায়নি বিমান পরিষেবা। আগামী ২৮শে মে শুরু হয়ে যাবে কলকাতায় বিমান পরিষেবা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button