কলকাতানিউজরাজ্য

নাসির মন্ডলকে জেরা করায় মনীশ শুক্লা খুনের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য সামনে এল

Advertisement
Advertisement

কলকাতা: ব্যারাকপুরের বিজেপি নেতা তথা অর্জুন সিংয়ের ডান হাত মনীশ শুক্লা খুনের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা ব্যারাকপুর চত্বর। রাজ্য বিজেপির পক্ষ থেকে সিআইডির তদন্তের দাবি করা হয়েছিল। সেই মতো আগেই এই খুনের মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার পুলিশ ও সিআইদির জালে ধরা পড়েছে মনীশ শুক্লা খুনের মূল অভিযুক্ত নাসির মন্ডল। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার কল্যাণী হাইওয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করেছেন সিআইডি আধিকারিকরা। আর এবার তাকে জেরা করেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বলা যায় বিজেপি নেতা খুনের কারণ অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, সিআইডির তরফ থেকে দফায় দফায় জেরা করা হয় নাসির মন্ডলকে। আর জেরার মুখে মূল অভিযুক্ত নাসির বলেন, বিহারে জেলবন্দি থাকাকালীন সুবোধ সিংয়ের সঙ্গে পুরনো বন্ধুত্ব রয়েছে নাসিরের। আর মনীশ শুক্লা খুনে এই বন্ধুত্বই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। বিহারের জেলে বন্দি থাকার সময় নাসির এবং সুবোধের সঙ্গে মনীশ শুক্লার সাগরেদদের তোলাবাজি এবং এলাকা দখল নিয়ে ঝামেলা লাগে। এত বছরেও সেই ঝামেলা মেটেনি। বরং সেই ঝামেলার রেশ বাড়তে বাড়তে দুজনের রাগের সঞ্চয় ঘটে। তার পর জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশের চলে যায় নাসির মন্ডল। কিন্তু দেশ ছেড়ে গেলেও বিহারের জেলে বন্দি থাকা সুবোধ সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব মিটে যায়নি। বাংলাদেশে বসেই মনীশ শুক্লাকে খুনের ছক কষে নাসির এবং সেই খবর সে সুবোধ সিংকে জানায়। তারপর সে ছ’জন প্রফেশনাল শুটার নিয়োগ করে। আর তারাই মনীশ শুক্লাকে খুন করে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই ছ’,জনের মধ্যে ইতিমধ্যে দুজনকে পাঞ্জাব থেকে গ্রেফতার করেছে সিআইডি। বাকি চারজনের খোঁজ চলছে। সুবোধকে গ্রেফতার করা হলে তাকে এবং নাসির মন্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিআইডি, এমনটাই জানা গিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, মাস দুয়েক আগে রবিবারের এক সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল বিজেপি নেতা মনীশ শুক্লাকে। যিনি মূলত অর্জুন সিংয়ের গান হাত বলে পরিচিত ছিলেন। পুরনো শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। তারপর ধীরে ধীরে তদন্ত এগিয়ে চলে এবং অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করার ফলে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button