দেশ

করোনা ভাইরাসে আক্রান্ত কেরালার এক ছাত্রের চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে

Advertisement
Advertisement

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতের কেরালা রাজ্যের অন্তর্গত যে তিনজন ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিল তাদের চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে। এবং তাদের একজন সুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসাধীন যে হাসপাতাল থেকে তাকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল বলে, গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন।

Advertisement
Advertisement

গত মাসে তারা প্রত্যেকেই করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান নামক শহর থেকে ভারতে চলে আসেন। কিন্তু কিছু দিন পর তাদের শরীরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেলে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement

জানা গিয়েছে, এই ছোঁয়াচে এবং অতি দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটি গত বছর ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরের এক মাংসের বাজার থেকে ছড়িয়েছে বলে আশংকা করা যাচ্ছে। এই ভাইরাসটি এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যার ফলে মৃত্যু ক্রমশ বেড়ে চলেছে। চীনে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চীন ছাড়া যাতে বাইরের দেশ গুলিতে না ছড়ায় তার জন্য অন্য পথ খুঁজছেন চিকিৎসক মহল।

Advertisement
Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এই ভাইরাসের নাম দিয়েছে, কোভিড-১৯। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১,৪০০ জনের। গত বৃহস্পতিবার, কলকাতায় এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মেলায় তাদের উপর নজর রাখা হচ্ছে। দুজনেই ব্যাংকক্ থেকে কলকাতায় এসেছেন বলে জানা গিয়েছে।

Advertisement

Related Articles

Back to top button