নিউজরাজ্য

ভ্রমণপিপাসুদের জন্য স্বস্তির আভাস, খুলে যাচ্ছে সুন্দরবনের দরজা

Advertisement
Advertisement

করোনার জেরে বন্ধ ছিলো সমস্ত রকম পর্যটন শিল্প। সুন্দরী, গরান, গেওয়ার জঙ্গলে দক্ষিণ রায়ের দর্শন থেকে বঞ্চিত ছিলেন ভ্রমণ পিপাসু মানুষেরা। তবে তাদের জন্য রয়েছে সুখবর, কারণ আগামী ১৫ই জুন থেকে সুন্দরবনের দরজা খুলে দেওয়া হবে। জানা গিয়েছে পর্যটন শিল্পকে পুনরায় চাঙ্গা করতে আনলক ওয়ান পর্বে পর্যটকদের সুন্দরবনে যাওয়ার ছাড়পত্র দিয়েছে বনদপ্তর।

Advertisement
Advertisement

তবে উল্লেখযোগ্য ব্যাপার হল, ছাড়পত্র মিললেও বেশ কিছু নির্দেশিকা মেনে চলতে হবে পর্যটকদের। যেমন-

Advertisement

১. প্রত্যেক পর্যটকদের স্যানিটাইজেশনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

Advertisement
Advertisement

২. বোটে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৩. যেই বোটে পর্যটকরা ঘুরবেন সেগুলিরও প্রয়োজনীয় স্যানিটাইজ করতে হবে।

৪. সুন্দরবনের সব হোটেলগুলিতে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে।

দীর্ঘ দুই মাস গৃহবন্দী হয়ে থাকার পর প্রত্যেকেই চাইছেন খোলামেলা জায়গায় গিয়ে প্রাণভরে শ্বাস নিতে। এছাড়াও লকডাউনের কারণে আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিলো সুন্দরবনের হোটেল ব্যবসায়ীরা। সব কিছু মিলিয়েই ফের সুন্দরবনের পর্যটন শিল্পকে খুলে দেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি গেস্ট হাউস চালু করা হয়েছে। তবে ‘আমফান’ এর পর সুন্দরবনের সৌন্দর্য কতখানি উপভোগ করা যাবে সেই দিকেই নজর প্রত্যেকের।

Advertisement

Related Articles

Back to top button