ক্রিকেটখেলা

মাঠে ফিরলেন দুরন্ত ফর্মে, ৩৭ বলে ১০০ রান করলেন হার্দিক পান্ডিয়া

Advertisement
Advertisement

মুম্বাইয়ের ডি-ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ডি-ওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপ। সেখানে খেলতে দেখা গেছে ভারতীয় দলের তিন তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমারকে। শুধু তাই নয়, এখানে ৩৭ বলে শতরান করেছেন হার্দিক পান্ডিয়া।

Advertisement
Advertisement

টুর্নামেন্টে রিলায়েন্স ওয়ান-এর প্রতিনিধিত্বকারী পান্ডিয়া সিএজি-র বিপক্ষে ৩৯ বলে ১০৫ রানের একটি অবিশ্বাস্য ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ৭ টি চার এবং ১০ টি ছক্কা অন্তর্ভুক্ত রয়েছে। সিএজি দলের বিপক্ষে এই ম্যাচে রিলায়েন্স ওয়ান হার্দিকের এই ঝোড়ো ইনিংসের দৌলতে নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৫২ রান‌ তুলে। ম্যাচে সিএজি বোলারদের হার্দিককের সামনে দিশেহারা দেখায়, তারা শুধু বল উড়ে যেতে দেখেন‌। ইনিংসের ১৫ তম ওভারে ভি জিবরাজনকে তিনটি ছয় ও দুটি চার মেরে ২৬ রান সংগ্রহ করেন।

Advertisement

আরও পড়ুন : বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড

Advertisement
Advertisement

তার পাশাপাশি ছয় মেরে শতরান পূর্ণ করেন তিনি। এর আগে এই লিগেরই একটি ম্যাচে ২৫ বলে ৩৮ রান করেছিলেন এবং ঐ ম্যাচেই বিসিসিআইয়ের লোগো লাগানো হেলমেট পরে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। হার্দিক দূর্দান্ত প্রত্যাবর্তন করলেও শিখর ধাওয়ান শূন্য রানে সাজঘরে ফেরেন।

Advertisement

Related Articles

Back to top button