ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২ টাকার গোলাপি নোট আপনাকে করে তুলতে পারে কোটিপতি, জানুন কীভাবে

৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে হলে এটাই হতে পারে আপনার শেষ সুযোগ

Advertisement
Advertisement

ব্রিটিশ আমল বা মুঘল আমল থেকেই যদি কারো কাছে বিশেষ ধরনের কোনো পয়সা থাকে তাহলে তার ভাগ্য একেবারে পাল্টে যেতে পারে। দুর্লভ পয়সা এবং পুরনো নোট সবসময়ই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিষয় হয়ে থেকেছে। এই সমস্যার পুরনো নোট বিক্রি করা যায় প্রায় কোটি কোটি টাকায়। কিছু কিছু এমন নোট থাকে যেগুলির গুরুত্ব অনেক বেশি, তাই সেগুলো বিক্রি করলে আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি। এরকমই একটি নতুন নোটের খবর সামনে এসেছে যেখানে আপনি ২ টাকার একটি পুরনো নোট বিক্রি করে লাখপতি হয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে শুধুমাত্র মোবাইল দিয়ে ফটো তুলে সোজা অনলাইন পোর্টালে আপলোড করতে হবে এবং সেখানে ক্রেতাদের সঙ্গে কথা বলতে হবে। পয়সার ট্রানস্ফার না হলে আপনি চ্যালেঞ্জ করতে পারেন সেই অনলাইন ওয়েবসাইটে। পাশাপাশি, আপনি যদি কিনতে চান তাহলে আপনি পেয়ে যাবেন একাধিক অফার।

Advertisement
Advertisement

অনেক মানুষ এমন আছেন যারা অ্যান্টিক জিনিসপত্র জড়ো করতে পছন্দ করে থাকেন। তারা এই সমস্ত জিনিস গুলিকে সস্তা দামে কিনতে চান এবং আন্তরাষ্ট্রীয় বাজারে অনেক বেশি দামে সেগুলিকে বিক্রি করে থাকেন। আপনিও যদি সেরকম মানুষ হন তাহলে আপনি নিজের এই শখ কাজে লাগাতে পারেন অতিরিক্ত ফায়দা তোলার জন্য। এর জন্য আপনাকে খুব একটা বেশি কিছু করতে হবেনা, শুধু আপনাকে নিজের ওয়ালেট একটু ঘেঁটে দেখে বের করতে হবে আপনার কাছে পুরনো কোনো বিশেষ নোট আছে কিনা।

Advertisement

এর মধ্যে যদি আপনি একটি পুরনো গোলাপি রঙের ২ টাকার নোট পেয়ে যান তাহলে সেটিকে যত্নসহকারে রাখুন। এই নোট আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে। তবে হ্যাঁ শুধুমাত্র একটি গোলাপি রঙের পুরনো দুটাকার নোট থাকলেই হবে না। এই নোটের মধ্যে বিশেষ কিছু বিশেষত্ব থাকতে হবে যার জন্য এই দাম আপনাকে দেওয়া হবে।

Advertisement
Advertisement

যদি আপনার এই ২ টাকার নোটের মধ্যে ৭৮৬ এই সংখ্যাটি লেখা থাকে এবং পূর্বতন রিজার্ভ ব্যাংকের গভর্নর মনমোহন সিংয়ের সই থাকে তাহলে আপনি এই নোট ৫ লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে পারেন। এছাড়া যদি আপনার কাছে সাধারন ৭৮৬ নম্বর লেখা নোট থাকে তাহলে আপনি সেই নোট বিক্রি করতে পারবেন মোটামুটি ১৫ হাজার টাকা মূল্যে।

কিভাবে বিক্রি করবেন?

১. যদি আপনার কাছে পুরনো নোট থাকে এবং আপনি সেটিকে বিক্রি করতে চান তাহলে প্রথমে ইবে অথবা কয়েনবাজারের ওয়েবসাইটে চলে যান।

২. তারপরে সেখানে হোমপেজে ক্লিক করে ইউজার রেজিস্ট্রেশন করে ফেলুন।

৩. নিজেকে সেলার বা বিক্রেতা হিসেবে রেজিস্টার করবেন এবং তারপর শুরু করবেন নিজের প্রডাক্ট লিস্ট করা।

৪. এরপর সেই বিশেষ নোটের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করতে হবে। সঠিকভাবে এই নোটের ছবি আপলোড করবেন।

৫. এরপরে, ইবে অথবা কয়েন বাজার, যেখানে আপনি বিক্রি করতে চান তারা আপনার সেই বিজ্ঞাপন পুরনো নোট এবং কয়েন সংগ্রহকারী মানুষদের কাছে পৌঁছে দেবে।

৬. এরপর যে মানুষটি আপনার সেই নোট কিনতে চাইবেন তিনি নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনার সঙ্গে ডিল ফাইনাল করতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button