Today Trending Newsদেশনিউজ

দেশের করোনা আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশের নিজামুদ্দিনের যোগসূত্র : স্বাস্থ্যমন্ত্রক

Advertisement
Advertisement

ভারতবর্ষে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে নিজামুদ্দিনের ধর্মসভার ঘটনা চিন্তা বাড়াচ্ছে গোটা দেশকে। বহু মানুষ আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, ১৭ টি রাজ্য থেকে ১০২৩ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে, যাঁরা ওই ধর্মসভাতে যোগ দিয়েছিলেন। এছাড়া দেশের মোট করোনা আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশেরই নিজামুদ্দিন ধর্মসভাতে যোগসূত্র আছে বলে কেন্দ্র জানিয়েছে।

Advertisement
Advertisement

কেন্দ্রের স্বাস্থ্যসচিব লব আগরওয়াল অবশ্য বলেছেন যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে আক্রান্তের হার অনেকটাই কম। প্রসঙ্গত, এই নিজামুদ্দিনের তবলিগি জামাতে প্রায় ৯ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। ভারতের একাধিক রাজ্যে যোগদানকারী ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে রাজ্য সরকার। জামাতের জমায়েতে অংশ নেওয়া এমন মানুষের সংস্পর্শে এসেছে প্রায় ২২ হাজার মানুষ। করোনার সংক্রমণের মূল কেন্দ্র হয়ে উঠেছে নিজামুদ্দিনের জমায়েত।

Advertisement

প্রসঙ্গত, দেশে মোট করোনা সংক্রমিত ২৯০২ জন। যাদের মধ্যে ১০২৩ জন দিল্লির নিজামুদ্দিনের জমায়েতে উপস্থিত ছিলেন। দেশে করোনা আক্রান্তের শীর্ষে আছে মহারাষ্ট্র।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button