অফবিট

দুই বাঘের লড়াই দেখে বিস্মিত নেট দুনিয়া, দেখুন ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

চলতি মাসে, ১৯৭৩ সালে শুরু হওয়া ব্যাঘ্র প্রকল্পটি তার ৪৭ বছর পূর্ন করলো। এরই মাঝে টুইটারে দুই বাঘের লড়াইয়ের ভিডিও দেখে রীতিমতো চমকে গেছেন সবাই। ভারতীয় বনদপ্তরের এক অফিসার পারভীন কাসওয়ান মিনিট দুইয়ের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ” সম্পূর্ণ বড়ো হওয়া দুটি বাঘের মধ্যে লড়াই। হেডফোন দিয়ে শুনে দেখুন। ভয়ংকর গর্জনে কাঁপছে গোটা জঙ্গল। এই বছর ভারতের ব্যাঘ্র প্রকল্প ৪৭ বছর পূর্ন করলো।”

Advertisement
Advertisement

প্রবীণ কাসওয়ান আরও জানিয়েছেন যে, এ জাতীয় লড়াইয়ে সাধারণত একটি বাঘ প্রাণ হারায়। অন্যদিকে আরেকজন জিতে যায়। ভিডিওটি পোস্ট করার পর এখনও পর্যন্ত ৪৬ হাজার বার দেখা হয়েছে সেটি। লাইকের সংখ্যাও প্রায় ৩ হাজারেরও বেশি। সঙ্গে রি-টুইট হয়েছে প্রায় হাজারেরও বেশি। তাদের এই মারাত্মক ভিডিও দেখে রীতিমতো ভয় পেয়ে গেছেন নেট দুনিয়ার প্রত্যেকে।

Advertisement

Advertisement
Advertisement

ওই ভিডিওটিতে দেখা গেছে যে, ২টি বাঘ আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলছে একে অপরকে।সাথে দূরে দাঁড়িয়ে থাকা পর্যটকেরা দেখছেন তাদের সেই ভয়ংকর লড়াই।

Advertisement

Related Articles

Back to top button