Today Trending Newsদেশনিউজ

7th Pay Commission: সরকারি কর্মীদের মধ্যে খুশির ঢেউ, টাকায় ভরে যাবে অ্যাকাউন্ট

লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিল সরকার

Advertisement
Advertisement

গত শনিবার লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল থেকে নির্বাচন শুরু হবে সারা ভারতে এবং চলবে ১ জুন পর্যন্ত। এর আগে তিনটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এই রাজ্য হলো যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও হরিয়ানা। তবে এবারে ছত্রিশগড় সরকার তাদের কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। হরিয়ানা সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই বৃদ্ধির পর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ও ডিআর ৪৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫০ শতাংশ।

Advertisement
Advertisement

এই বৃদ্ধি ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে। মার্চ মাস থেকে সরকারি কর্মীরা বর্ধিত মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ পেতে শুরু করবেন । এছাড়া পুরো বকেয়া টাকা কর্মীদের একাউন্টে পাঠানো হবে সরকারের তরফ থেকে।

Advertisement

ছত্তিশগড় সরকার ডিএ ৪ শতাংশ বাড়িয়েছে

Advertisement
Advertisement

ছত্তিশগড় সরকার রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার ঠিক আগে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৩.৯০ লক্ষ কর্মচারী এবং ১.২০ লক্ষ পেনশনভোগী। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বৃদ্ধি ১ মার্চ থেকে কার্যকর হবে।

৮১৬ কোটি টাকা খরচ হবে

ছত্তিশগড় সরকারের এই বৃদ্ধির পর, ৭ম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে ৪৬ শতাংশ হবে। ৬ তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বেড়ে ২৩০ শতাংশ হবে। কর্মকর্তারা বলেছেন যে, এই বৃদ্ধির ফলে রাজকোষে বার্ষিক ৮১৬ কোটি রুপি অতিরিক্ত ব্যয় হবে।

কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছে

আপনাদের জানিয়ে রাখি যে, গত কয়েকদিনে, কেন্দ্র সহ রাজ্য সরকারগুলি সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে। কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এছাড়া পেনশনভোগীদের ডিআরও ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এতে এক কোটি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। এই বৃদ্ধি ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

Advertisement

Related Articles

Back to top button