ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১০ টাকার নোটে ৭৮৬ সিরিয়াল নম্বর আছে? এখনই বিক্রি করুন ৩০ লাখ টাকায়, জানুন কীভাবে

একটি কারেন্সি নোট দিয়ে আপনি চোখের পলকে কোটিপতি হয়ে যেতে পারেন

×
Advertisement

আজকালকার দিনে অনেকেই শখের জন্য বিভিন্ন পুরনো নোট এবং কয়েন সংগ্রহ করে রাখেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই সমস্ত পুরনো মুদ্রা এবং নোট আন্তর্জাতিক বাজারে নিলাম হয়। চড়া দামে বিক্রি হয় ১ টাকা বা ৫ টাকা মূল্যের পুরনো নোট বা কয়েন। একটা কারেন্সি নোট দিয়ে আপনি চোখের পলকে কোটিপতি হয়ে যেতে পারেন। অনলাইন মাধ্যমে হয় এই নিলাম প্রক্রিয়া। কিন্তু কি করে? আজকের এই প্রতিবেদনে সেই কথাই আপনাদের জানাবো।

Advertisements
Advertisement

সাম্প্রতিক একটি রিপোর্টে জানা গিয়েছে, আপনার কাছে যদি ১০ টাকার নোট থাকে যাতে ৭৮৬ নম্বর রয়েছে, তাহলে আপনি চোখের পলকে ধনী হয়ে যেতে পারেন। আপনি বাড়িতে বসেই খুব সহজে জনপ্রিয় ই-কমার্স সাইট e-bay বা coinbazzar তে এই নোট বিক্রি করতে পারবেন। আসলে ইসলাম ধর্মের জন্য এই ৭৮৬ নম্বরের গুরুত্ব অপরিসীম। তাঁদের মতে এই সংখ্যা হল ভাগ্যের প্রতীক। মুসলিম ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মের জন্যও এই নাম্বারের গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে ৭৮৬ নম্বর ওম তৈরি করে। তাই অনেকেই ধর্মীয় ভাবাবেগে এমন নোট অনেক বেশি টাকা দিয়ে কিনতে রাজি হয়ে যান। জানিয়ে রাখা ভাল, এই ৭৮৬ নম্বর থাকা ১০ টাকার নোট ৬ লাখ টাকায় বিক্রি হয়। আপনার কাছে যদি এমন ৫ টি ১০ টাকার নোট থাকে, তাহলে আপনি ৩০ লাখ টাকা আয় করতে পারেন।

Advertisements

কি করে বিক্রি করবেন নোট?

Advertisements
Advertisement

১) প্রথমে নোট বিক্রি করার জন্য www.ebay.com বা www.coinbazzar.com ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর ওয়েবসাইটের হোমপেজে গিয়ে নিজেকে ‘Seller’ হিসেবে রেজিস্টার করতে হবে।

৩) তারপর আপনার ওই নোটের দুই দিকের একটি স্পষ্ট ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করতে হবে।

এরপর এই পুরনো নোট কিনতে আগ্রহী মানুষদের কাছে আপনার নোটের ছবি অ্যাড হিসাবে পৌঁছে যাবে। কিছু গ্রাহক সরাসরি আপনার সাথে যোগাযোগ করবেন এবং কত টাকায় কিনবেন তা ঠিক হবে। জানিয়ে রাখা ভাল, এই ৭৮৬ নম্বর থাকলেই সেইসব টাকা বেশ চড়া দামে বিক্রি করা যায়।

Related Articles

Back to top button