দেশনিউজ

লটারিতে ৭ কোটি টাকা জিতে সকলকে চমকে দিল ১১ মাসের শিশু

Advertisement
Advertisement

আমরা প্রায়শই শুনি বহু মানুষের ভাগ্য ফিরে যায় লটারিতে। তবে ১ বছরও হয়নি তার আগেই ৭ কোটির লটারি জিতে খবরে উঠে এসেছে এক খুদের নাম। সম্প্রতি এমনই এক ঘটনা দেখা গেল কেরলে। এক খুদে যার বয়স ১ বছরও হয়নি সে লটারিতে পেল ৭ কোটি টাকা। মাত্র ১১ মাস বয়সে সবাইকে চমকে দিল কেরলের শিশু মহম্মদ সালাহ।

Advertisement
Advertisement

দুবাই ডিউটি ফ্রি-তে জিতল জ্যাকপট পেয়ে পরিবারকে চমকে দিল। অবশ্য তার এই ‘জ্যাকপট উইন’ এর পেছনে রয়েছে তার বাবা রামিস রহমান। তিনি ভীষণ খুশি এবং উচ্ছ্বসিত এই ঘটনায়৷ রামিস রহমান ছেলের নামে দুবাই ডিউটি ফ্রি-তে টিকিটটি কিনেছিলেন৷ আবু ধাবিতে গত ৬ বছর ধরে পরিবারকে নিয়ে রয়েছেন রামিস রহমান ৷ লটারির টিকিট ১৩১৯ নম্বর টিকিট টি তিনি ছেলে সালাহর নামেই কিনেছিলেন, আর তারপরেই সুখবর পেয়ে গর্বিত বাবা জানালেন ছোট্ট ছেলেই ফেরালো তার পরিবারের ভাগ্য৷

Advertisement

আরও পড়ুন : দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা

Advertisement
Advertisement

রামিস জানিয়েছেন তার কাছে ভীষণ লাকি তার ছেলে। আগামী ১৩ ফেব্রুয়ারি সালাহ র এক বছর হবে ৷ জন্মদিনের আগেই লটারিতে এক মিলিয়ন ডলার (৭ কোটি টাকা) জিতে চারিদিকে ছড়িয়ে পড়েছে তার নাম। জন্মদিনের আগে এমন উপহার জিতে আনন্দিত তার পরিবার। যদিও ছোট্ট সালাহ জানেই না যে লটারি কি বা সে কি জিতেছে, নিজের অজান্তেই সে হয়ে উঠেছে কোটিপতি। যারা লটারিতে বা ভাগ্যে বিশ্বাস করে তাদের আশা বাড়বে এই ঘটনায়।

Advertisement

Related Articles

Back to top button