Today Trending Newsনিউজরাজ্য

DA না বাড়লেও বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের, জানুন কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ৩ শতাংশ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে সরকার

Advertisement
Advertisement

মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে না কিন্তু সরকারি কর্মচারীদের বেতন যে একেবারেই কম হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। মার্চ মাসের পরে আর মহার্ঘ ভাতা না পারলেও জানা যাচ্ছে এবারে এক ধাক্কায় অনেকটা বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। তবে এই বেতন শুধুমাত্র বৃদ্ধি পাবে যারা এই মুহূর্তে সরকারি চাকরি করছেন তাদের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এই সুখবর দিয়েছে সরকারি কর্মচারীদের। তবে প্রতিবছরই এই বেতন একটা সময়ে বৃদ্ধি করতে হয়। এটা আদতে বাৎসরিক বেতন বৃদ্ধি। সেটাই এবার আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকার সূত্রে খবর, জুলাই মাস থেকে এই বর্ধিত অর্থ ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisement
Advertisement

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শেষবার যত শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছিল, সেই একই হারে এবার বৃদ্ধি পাচ্ছে বাৎসরিক বেতন। অর্থাৎ মার্চ মাসে যখন তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল, সেই একই তিন শতাংশ এবার বাৎসরিক বেতন বৃদ্ধি পাবে। তবে এতে পেনশনভোগীদের কোন লাভ হবে না। এই বেতন শুধুমাত্র বৃদ্ধি পাবে তাদের জন্য যারা এই মুহূর্তে সরকারি চাকরি করছেন। পেনশনের টাকা বৃদ্ধি হবে শুধুমাত্র মহার্ঘ ভাতার ক্ষেত্রে। তাই বলতে গেলে, তাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

Advertisement

আপাতত সরকার পোষিত স্কুল এবং কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মী, রাজ্য সরকারি কর্মচারী, সবাই ছয় শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই মহার্ঘ ভাতা ছিল মাত্র তিন শতাংশ। সেখান থেকে চিরকুটের মাধ্যমে চলতি বছরের বাজেট অধিবেশনে তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে এখন মাত্র ৬ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ চলছে। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন পুরোদমে চলছে এখনো। তবে ষষ্ঠ বেতন কমিশনকে সংশোধন করে এই মহার্ঘ ভাতা কবে বৃদ্ধি করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত মমতা সরকার কিছুই জানায়নি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button