Today Trending Newsনিউজরাজ্য

কেন্দ্র থেকে কোন টাকা মেলেনি! বুলবুল প্রসঙ্গে জবাব কেন্দ্রের, বাংলাকে পাঠানো হয়েছে ৪১৫ কোটি

Advertisement
Advertisement

বুলবুলের ত্রাণ নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করেছিল রাজ্য প্রশাসন। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জবাব দিল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো বুলবুলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিতে ৪১৪.৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।

Advertisement
Advertisement

সংসদের শীতকালীন অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জে কিষাণ রেড্ডি জানান, ‘পশ্চিমবঙ্গে বুলবুলের কারনে ১১ জনের মৃত্যু হয়েছে, ক্ষতি হয়েছে ৩৫ লক্ষ মানুষের। এমনই রিপোর্ট পাঠিয়েছে রাজ্য প্রশাসন। সেই মোতাবেক কেন্দ্রের তরফে ত্রাণের জন্য ৪১৪.৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’ তিনি আরও জানান, ওড়িশার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৮ লক্ষ ৮ হাজার। সেখানকার জন্য ৫৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

কেন্দ্রের এই ঘোষণার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্র যে টাকা পাঠিয়েছে তা আসলে ফণীর ক্ষতিপূরণ, বুলবুলের জন্য ১ টাকাও পাঠায়নি ওরা।’ বিজেপির তরফে তৃণমূলকে ত্রাণ নিয়ে রাজনীতি করার জন্য আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button