করোনা ভাইরাসে আক্রান্ত, চীনের উহান থেকে দেশে ফেরানো হল ৩২৪ জন ভারতীয়কে
শনিবার চীনের উহান শহর থেকে সরিয়ে নেওয়া হলো প্রায় ৩২৪ জন ভারতীয়কে। এই ৩২৪ জন ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান জাম্বো B747 গতকাল সকাল ৭.৩০ এ পৌঁছায় দিল্লি বিমানবন্দরে। একথা জানানো হয়েছে আইটিবিপির তরফে। এঁদের কারও শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আইটিবিপির কর্তারা।
১১১ জন শিক্ষার্থী, ১১০ জন কর্মজীবী পেশাদার এবং তিন নাবালককে নিয়ে বিমানটি সকাল ৭ টা ৩০ মিনিটে দিল্লি বিমানবন্দরে পৌঁছায় এই বিশেষ বিমান। শনিবার উহানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আরও একটি বিমান চীনের উদ্যেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর ১.৩৭ নাগাদ এয়ার ইন্ডিয়ার অপর একটি বিমান দিল্লি বিমানবন্দর থেকে ছেড়ে বিকেল সাড়ে ৫ টার দিকে উহানে পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরও পড়ুন : ভারত যাবে না পাকিস্তানে, এশিয়া কাপ সরানো হল দুবাইয়ে
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রথম বিমানটিতে রাম মনোহর লোহিয়া হাসপাতালের পাঁচজন চিকিৎসক ছিলেন, যারা দ্বিতীয় বিমানটিতেও গিয়েছেন। আইটিবিপি-র মুখপাত্র বিবেক কুমার পান্ডে জানিয়েছেন, ‘শনিবার সকালে যারা দিল্লিতে অবতরণ করেছেন, তাদের মধ্যে ৮৮ জন মহিলা, ১০ জন পুরুষ এবং ৬ জন শিশুকে দক্ষিণ-পশ্চিম দিল্লির আইটিবিপি-র বিশেষ সুরক্ষা কেন্দ্রে আনা হয়েছিল পরীক্ষার জন্য।
সীমান্তরক্ষী বাহিনী আইটিবিপি করোনা ভাইরাসে দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার জন্য দক্ষিণ-পশ্চিম দিল্লির ছাওলা অঞ্চলে ৬০০ শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে। আইটিবিপি’র কর্মকর্তারা এদিন বলেন, ‘এই অস্থায়ী হাসপাতালে চীন থেকে ফিরে আসা ভারতীয়দের দুই সপ্তাহ উপযুক্ত ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মীদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে।’
জানা গেছে প্রথম এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতে ফেরা ৩২৪ জনের মধ্যে ৫৬, ৫৩ এবং ৪২ জন যথাক্রমে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও কেরালার। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় আরও দু’জনকে আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে আট জনকে এই হাসপাতালে ভর্তি করা হলো। শুক্রবার সন্ধ্যায়, ২৩ ও ৪৬ বছর বয়সী দু’জন ব্যক্তিকে হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা এবং জ্বর নিয়ে ভর্তি করা হয়।