নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ২৯৩ ভোট লোকসভায়, এবার পরীক্ষা রাজ্যসভায়
দিল্লি : লোকসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। আজ ভোটাভুটিতে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ২৯৩ টি ভোট আসে এব বিপক্ষে পড়ে ৮২ টি ভোট। মোট ৩৭৫ জন সাংসদের উপস্থিতিতে এই বিল পাস হয় সংসদের নিম্নকক্ষে। সকাল থেকে বিরোধী দলের সাংসদরা এই বিলের বিপক্ষে বক্তব্য রাখেন এবং বিজেপি থেকে বিলের পক্ষে বক্তব্য পেশ করার সময় হট্টগোল শুরু হয় সংসদ ভবনে।
বিরোধীদের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধানের মূল ভাবনাকে আঘাত করবে। হিন্দু মুসলিম ঐক্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে এই বিল এমনটাই দাবি তাদের।
সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলের পক্ষে বলতে শুরু করলে বিরোধী আসন থেকে হট্টগোল শুরু করেন সাংসদরা। তাদের প্রতি অমিত শাহের কটাক্ষ, ‘আপনারা না জেনে শুনেই চিৎকার করেন।’
এরপর তিনি সংসদের উদ্দেশ্যে বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি এই বিল সংবিধানের কোন ধারাকেই অমান্য করছে না। এ বিষয়ে বিরোধীদের আশঙ্কা অমূলক ও ভিত্তিহীন।’ তবে সংখ্যাধিক্যের জেরে লোকসভায় এই বিল পাস হয়ে গেলেও রাজ্যসভা নিয়ে যথেষ্ট চিন্তিত বিজেপি শিবির।
Citizenship (Amendment) Bill 2019 in Lok Sabha. https://t.co/V8sumLvLiz
— Amit Shah (@AmitShah) December 9, 2019