নিউজদেশ

2000 Currency Exchange: আজ থেকে ২০০০ টাকার নোটবদল হবে ব্যাঙ্কে, জানুন নোট বাতিলের বিশদ প্রক্রিয়া

৩০ সেপ্টেম্বরের পর থেকে বাজারে চলবে না ২,০০০ টাকার নোট

×
Advertisement

কয়েকবছর আগে নোটবন্দি করে অসৎ মানুষদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মোদি সরকার। বদলে গিয়েছিল কারেন্সি নোট। বাজারে এসেছিলে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। তবে এবার ফের হল নোট বাতিল। কোপ পড়লো নতুন ২০০০ টাকার নোটের ওপর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আর তাঁরা ২০০০ টাকার নোট নতুন করে ছাপাবে না। আপাতত বৈধ থাকলেও আগামী ৩০ শে সেপ্টেম্বরের পর থেকে সামান্য কাগজের টুকরো হয়ে যাবে এই ২০০০ টাকার নোট। কয়েকদিন আগেই এমনই ঘোষণা করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

Advertisements
Advertisement

RBI জানিয়েছিল যে ৩০ সেপ্টেম্বরের পরে ২০০০ টাকার নোটটি সরিয়ে নেওয়া হবে। আজ অর্থাৎ ২৩ মে থেকে ২০০০ টাকার নোট ব্যাঙ্কের গিয়ে জমা করা যাবে। তার বদলে অন্য টাকা নেওয়া যাবে। অনুমান করা হচ্ছে আজ প্রথমদিনে ব্যাঙ্কে ব্যাপক ভিড় হবে এই নোটবদলের জন্য। আবার ১ দিনে ২০ হাজার টাকা বা ১০ টি ২০০০ টাকার বেশি নোট বদল করা যাবে না। কি করে ব্যাঙ্কে পরিবর্তন করতে হবে এই নোট? জেনে নিন এখানেই।

Advertisements

আজ থেকে সরকারি-বেসরকারি ব্যাঙ্কে নোট বিনিময় শুরু হওয়ায় প্রথম দিনেই গ্রাহকদের দীর্ঘ লাইনের সম্ভাবনা রয়েছে। গ্রাহকরা তাঁদের নিকটতম ব্যাঙ্কের যে কোনও শাখায় যেতে পারেন। সেখানে নিজের অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিয়ে ২০০০ টাকার নোট জমা কিংবা বদল করে নিতে পারেন। ব্যাঙ্কগুলি আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ দিতে পারে। সেগুলি গ্রাহককে অবশ্যই পূরণ করতে হবে। সেই স্লিপে নাম, কত টাকা বদল করতে চান, কতগুলি নোট রয়েছে ইত্যাদি উল্লেখ করতে হবে। গ্রাহকদের বিনিময়ের স্থান এবং তারিখও উল্লেখ করতে হতে পারে। তারপরে গ্রাহকরা তাঁদের ২০০০ টাকার নোট সহ ব্যাঙ্কের দেওয়া ফর্মটিতে সই করে তা জমা দেবেন সংশ্লিষ্ট ব্যাঙ্কে। প্রসঙ্গত উল্লেখ্য, SBI তে কোনো ফর্ম পূরণ করতেও লাগবে না।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button