দেশনিউজ

আগামীকাল থেকে দেশ জুড়ে চলবে ২০০ টি দূরপাল্লার ট্রেন, ১.৪৫ লক্ষের বেশি মানুষ যাতায়াত করবেন

Advertisement
Advertisement

এদিন রবিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার ১লা জুন থেকে দেশ জুড়ে চলবে এক্সপ্রেস ট্রেন। আগামী সোমবার ২০০ টি মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচলের কথা ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগে থেকেই চালু করা হয় রাজধানীর মতো এসি স্পেশাল ট্রেন পরিষেবা। টানা দুই মাস লক ডাউনের পর নিজের ছন্দে ফিরেছে রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুশ গয়াল টুইট করে জানিয়েছেন, যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক ট্রেন পরিষেবা উপভোগ করবেন।

Advertisement
Advertisement

গত ১লা মে থেকে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানোর প্রস্তাবে শুরু হয়েছিল ট্রেন চলাচল পরিষেবা। এরপর দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষদের গন্তব্যে পৌঁছে দিতে চালু হয় ট্রেন। এবার যাত্রীদের আরও সুবিধা দিতে আগামী ১লা জুন থেকে চালু হচ্ছে ২০০ টি দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, প্রথম দিনই ১.৪৫ লক্ষের বেশি মানুষ যাতায়াত করবেন ট্রেনে। যেসমস্ত যাত্রীর কনফার্ম টিকিট কাটা থাকবে তাঁদেরই প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়া যাত্রীদের স্টেশনে পৌঁছতে হবে ৯০ মিনিট আগে। প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে। যাত্রীদের ফেস মাস্ক, গ্লাভস পরা বাধ্যতামূলক।

Advertisement

যদি যাত্রীর শারীরিক অবস্থা সুস্থ থাকে তবেই তাঁকে ট্রেনে উঠতে অনুমতি দেওয়া হবে। এছাড়া যাদের কনফার্ম টিকিট কাটা রয়েছে কিন্তু শারীরিক অসুস্থতা ধরা পড়বে তবে তাঁদের ট্রেনে চড়তে দেওয়া হবে না। কেউ ট্রেনের টিকিট বাতিল করলে সেই জায়গায় ওয়েটিং লিস্টের যাত্রীকে সুযোগ দেওয়া হবে। ট্রেনগুলি রাজ্যের হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আলিপুরদুয়ার ও নিউ জলপাইগুড়ি স্টেশনে পরিষেবা দেবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button