বলিউডবিনোদন

কার্তিককে বাদ দিয়ে কুড়ি কোটি টাকার লোকসান হল করণ জোহরের

×
Advertisement

সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান (kartik aryan) -কে বাদ দেওয়া হয়েছে ধর্মা প্রোডাকশন প্রযোজিত ফিল্ম ‘দোস্তানা-2′ থেকে। ধর্মা প্রোডাকশনের তরফে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিশেষ কিছু সমস্যার জন্য ‘দোস্তানা-2′-এর রিকাস্টিং করা হবে। কিন্তু কার্তিককে ফিল্মের কাস্টিং থেকে বাদ দেওয়া হলেও জাহ্নবী কাপুর (Janhavi kapoor) ও লক্ষ্য লালওয়ানি (lakshya lalwani)-র ক্ষেত্রে কিন্তু রিকাস্ট করার কথা ভাবা হয়নি। ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর (karan johar)-এর এই ধরনের আচরণে রীতিমত ক্ষুব্ধ বলিউড। ইতিমধ্যেই ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ (Taran Adarsh) তাঁর টুইটার হ্যান্ডেলে ধর্মা প্রোডাকশনের অফিসিয়াল বিবৃতিটি তুলে টুইট করে লিখেছেন, এই ধরনের আচরণ কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাম্য নয়।

Advertisements
Advertisement

‘মণিকর্ণিকা ফিল্মস প্রাইভেট লিমিটেড ‘-এর কর্ণধার প্রযোজক-অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত (kangana Raunat) এই প্রসঙ্গে সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput)-এর মৃত্যুর উদাহরণ টেনে এনে বলেছেন, করণের এই আচরণ এবার কার্তিককেও আত্মহত্যা করতে বাধ্য করবে। অপরদিকে কার্তিককে টুইট করে কঙ্গনা বলেন, তিনি কার্তিকের পাশে আছেন। কার্তিক এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া না জানালেও এবার করণের আচরণের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন বলিউডের একাধিক তারকা।

Advertisements

এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় করণের দিকে স্বজনপোষণের আঙুল উঠেছিল। করণকে ‘বলিউড মাফিয়া’ বলেও অভিহিত করা হয়েছিল বলে করণ তাঁর টুইটার অ্যাকাউন্ট অফ করে দেন। কিন্তু করণ আবারও শুরু করেছেন তাঁর খেলা। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন কুরুক্ষেত্রে জয় ন‍্যায়ের হয়েছিল, অন্যায়ের নয়।

Advertisements
Advertisement

অপরদিকে ট্রোলের মুখে পড়ে করণ জোহর বলেছেন, কার্তিক আরিয়ানকে ‘দোস্তানা -2′ থেকে বাদ দেওয়ার ফলে ধর্মা প্রোডাকশন কুড়ি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। করোনা পরিস্থিতি মুম্বইয়ে বীভৎস আকার ধারণ করেছে। এইসময় কুড়ি কোটি টাকার আর্থিক ক্ষতির কথা বলে নেটিজেনদের ক্ষোভের শিকার হয়েছেন করণ। নেটিজেনদের মতে, সোনু সুদ (sonu sood), সলমন খান (salman khan) সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অপরদিকে করণ জোহর এখনও বলিউডে টাকার খেলা ও রাজনীতি করে চলেছেন।

Related Articles

Back to top button