Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

1rs Note Selling: এই ১ টাকার নোট বিক্রি করবেন প্রায় ৭ লাখ টাকায়, জানুন কিভাবে

টাকার চাহিদা আজকালকার দিনে প্রায় সকলের জীবনেই রয়েছে। তাইতো জীবনের ইঁদুর দৌড়ে প্রতিনিয়ত রেস করছে সকলেই। কোথাও থেকে কি করে উপার্জন করা যায় সেটা নিয়েই এই জগত চলছে। তবে আবার…

Avatar

টাকার চাহিদা আজকালকার দিনে প্রায় সকলের জীবনেই রয়েছে। তাইতো জীবনের ইঁদুর দৌড়ে প্রতিনিয়ত রেস করছে সকলেই। কোথাও থেকে কি করে উপার্জন করা যায় সেটা নিয়েই এই জগত চলছে। তবে আবার অনেকেই শখের জন্য বিভিন্ন পুরনো নোট এবং কয়েন সংগ্রহ করে রাখেন। কিন্তু এবার সেই জমানো টাকা দিয়েও করতে পারবেন উপার্জন। অনেকেই হয়তো জানেন না এই সমস্ত পুরনো মুদ্রা এবং নোট আন্তর্জাতিক বাজারে নিলাম হয়। চড়া দামে বিক্রি হয় ১ টাকা বা ৫ টাকা মূল্যের পুরনো নোট বা কয়েন। একটা কারেন্সি নোট দিয়ে আপনি চোখের পলকে কোটিপতি হয়ে যেতে পারেন। অনলাইন মাধ্যমে হয় এই নিলাম প্রক্রিয়া।বিশ্ববাজারে পুরনো নোট অনেক চড়া দামে বিক্রি হয়। আপনি ঘরে বসেই হয়ে যেতে পারেন লক্ষপতি বা কোটিপতি। আপনার অজান্তেই হয়তো আপনার কাছে টাকা বা কয়েন রয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য এই পুরনো নোট বিক্রি করা এক সুবর্ণ সুযোগ। কি করে পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।আপনাদের জানিয়ে রাখি coinbazzar.com এ একটি পুরনো ১ টাকার নোট ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এমন অনেকেই আছেন যারা এই সমস্ত পুরনো ও বিশেষ নোট কিনতে লাখ লাখ টাকা খরচ করে থাকেন। তবে এই ১ টাকার পুরনো নোটের কি এমন বিশেষত্ব রয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। আসলে এই নোটের বয়স অনেক। স্বাধীনতার আগে এই ১ টাকার নোট প্রচলন ছিল। অনেকেই এমন অভিনব নম্বরের নোট কিনতে প্রস্তুত। আপনার কাছেও যদি এরকম নোট থাকে তাহলে আপনি রাতারাতি ৭ লাখ টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু কি করে বিক্রি করবেন এই নোট? এই পুরনো নোট বিক্রির প্রক্রিয়া খুবই সোজা। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করলেই খুব সহজেই বিক্রি করতে পারবেন পুরোনো নোট।প্রথমে আপনি যেকোনো নোট বিক্রির পোর্টালে যানসেখানে একজন বিক্রেতা হিসাবে নিজেকে নিবন্ধন করুনসেখানে আপনার মোবাইল নম্বর এবং ই-মেইল নিবন্ধন করুনসেখানে আপনার নোটের ছবি আপলোড করুনএখন আপনার বিজ্ঞাপন প্রদর্শিত হবে। এবার যে কেউ আপনার নোট কিনতে চান, তিনি আপনার সাথে যোগাযোগ করবেন।
About Author