নিউজপলিটিক্সরাজ্য

ভয়াবহ করোনা পরিস্থিতি, মোকাবিলায় আজ শিয়ালদহ শাখায় বাতিল ১৮ জোড়া লোকাল ট্রেন

পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী শিয়ালদহ উত্তর এবং দক্ষিণ শাখার বেশকিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Advertisement
Advertisement

ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রেলকর্মী এবং রেল আধিকারিকরা করোনাভাইরাসের কোপে আক্রান্ত দিন প্রতিদিন। তাই এবারে করোনা ভাইরাসের আক্রমণ রুখতে বদ্ধপরিকর পূর্ব রেলওয়ে। এবারে তারা শিয়ালদহ ডিভিশন এর ১৮ জোড়া লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
Advertisement

পূর্ব রেলওয়ে জানিয়েছে, যে ট্রেনগুলো বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-গোবরডাঙ্গা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-ঠাকুরনগর, শিয়ালদহ-কল্যাণী, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ-ক্যানিং, সোনারপুর-ডায়মন্ড হারবার, বারুইপুর-লক্ষীকান্তপুর, বারুইপুর-ডায়মন্ড হারবার এবং রানাঘাট-নৈহাটি লাইনের বেশকিছু ট্রেন।

Advertisement

ভারতের অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও করোনাভাইরাস এর দাপট ধীরে ধীরে বেড়ে চলেছে। ইতিমধ্যেই বিগত ২৪ ঘন্টার মধ্যে এই রাজ্যে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের ৪৫,৩০০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার কারণে কোয়ারেন্টাইন সেন্টারে রোগীর চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। করোনাভাইরাস পরিস্থিতির উপর নজর রাখার জন্য স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে। জানা যাচ্ছে, করোনাভাইরাস এর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরে আক্রান্ত হবার পরিমাণ একটু হলেও কমেছে। তাই এবারে টিকাকরণ এর উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button