প্রধানমন্ত্রী কিষানের ১৬তম কিস্তি নিয়ে চলে এলো বিশাল আপডেট, অবিলম্বে শেষ করুন এই কাজটা
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্প্রতি এই যোজনার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করা হয়েছে
কৃষকদের সহায়তা করার জন্য এবারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নতুন করে শুরু করেছে ভারত সরকার। এই যোজনায় কৃষকদের বিভিন্ন ভাবে সাহায্য করা হবে। এই যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করে যাতে কোন কৃষক কোন সমস্যার মধ্যে না পড়েন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৫ তম কিস্তি কৃষকদের কাছে পাঠানো হয়ে গিয়েছে এবং ১৬ তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহু কৃষক। আপনারা সবাই জানেন এই প্রকল্পের অধীনে বছরে ৬০০০ টাকা করে কৃষকদের একাউন্টে পাঠানো হয়। প্রতি চার মাসে কৃষকদের একাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তি পাঠানো হয়। আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে আপনাকে কেওয়াইসি করে রাখতে হবে। আপনি কেওয়াইসি না করেন তাহলে আপনি টাকা পাবেন না।
এই কেওয়াইসি করার জন্য আপনাকে প্রথমে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে নিজেকে রেজিস্টার করতে হবে। এই প্রকল্পের অধীনে কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা করে দেওয়া হয়। এই পরিমাণটি চার মাসের ব্যবধানে প্রতিটি কৃষকের কাছে দু হাজার টাকা করে দেওয়া হয়। এই মুহূর্তে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সরকার যখন ১৫ তম কিস্তি কৃষকদের একাউন্টে পাঠিয়েছিল সেই সময় সবমিলিয়ে ৮ কোটি কৃষকের একাউন্টে পাঠানো হয়েছিল এই টাকা। তবে পরবর্তী কিস্তির সময় সুবিধাভোগীর সংখ্যা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আর সেটার প্রধান কারণ হলো এই প্রকল্পের জনপ্রিয়তা।
যদি আপনাকে এই সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি পেতে হয় তাহলে আপনাকে অতি অবশ্যই কেওয়াইসি করতে হবে। যদি আপনি এখনো পর্যন্ত অনলাইন কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে ফেলা উচিত। কৃষকরা তাদের নিকটস্থ CSC কেন্দ্রে গিয়ে এই কাজটা করতে পারেন। অথবা তারা প্রধানমন্ত্রী কিষান যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে এই কেওয়াইসি করতে পারেন। সরকারি রিপোর্ট অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে পরবর্তী কিস্তি পাঠানো হতে পারে।