নিউজরাজ্য

জ্বর হলে ১৪ দিনের ছুটি, জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে বিশ্ব জুড়ে। পশ্চিমবঙ্গেও আতঙ্ক ছড়িয়েছে এই মারণ ভাইরাসের। তবে তৈরি রয়েছে স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দ্রুততার সঙ্গে পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসের ব্যাখ্যা ও তা ছড়িয়ে পড়া আটকাতে কী করা উচিত, সে বিষয়ে দাওয়াই দেন শুক্রবার।

Advertisement
Advertisement

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে করোনা ভাইরাস নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, ‘আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। জ্বর হলে ১৪ ছুটি নিন। প্রশাসন সাহায্য করবে, কোন অসুবিধা হবে না।’

Advertisement

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে করোনা আতঙ্কের জের, হাসপাতালে ভর্তি জাপান ফেরত যুবক

Advertisement
Advertisement

এরপরই করোনার সংক্রমণ ঠেকাতে বিশেষ কিছু উপায় বাতলান তিনি। করোনার সংক্রমণ আটকানোর পদ্ধতির উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘কারো সঙ্গে হাত মেলাবেন না। প্রয়োজনে ৫ মিটার দূর থেকে কথা বলুন।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘হাঁচি ও কাশি এলে কনুই দিয়ে মুখ ঢাকুন।’ কনুই দিয়ে মুখ ঢাকার পদ্ধতিও দেখিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, করোনা ভাইরাসে আতঙ্কের কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘করোনায় আক্রান্তের তুলনায় মৃত্যুর হার মাত্র ২ শতাংশ।’ তবে সংক্রমণ ঠেকাতে জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

Related Articles

Back to top button