টলিউডবিনোদন

পরকীয়ায় আসক্ত শ্রীলেখা মিত্র, জানুন ১২ সেকেন্ডে উষ্ণ কাহিনী

Advertisement
Advertisement

করোনা পরিস্থিতিতে লকডাউন মানুষকে নতুন করে অনেক কিছু শিখিয়েছে। পরিচালক অংশুমান ব্যানার্জিও তার ব্যতিক্রম নন। এবার তাঁর সেই শিক্ষা ও অভিজ্ঞতার ফসল হলো তাঁর তৈরী শর্ট ফিল্ম ’12 সেকেন্ড’, যার বিষয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। দর্শকরা এখন অপেক্ষা করছেন তাঁদের প্রিয় গায়ক-অভিনেতা শিলাজিৎ ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র-র অনস্ক্রিন রসায়ন দেখার জন্য। ’12 সেকেন্ড’-এর নায়ক দেবাঞ্জনের চরিত্রে অভিনয় করার জন্য অভিনয় করছেন শিলাজিৎ। পরিচালক হিসাবে অংশুমানের মনে হয়েছে, দেবাঞ্জনের মনস্তাত্ত্বিক পালস্ ধরতে পারবেন একমাত্র শিলাজিৎ। এই কারণে শিলাজিৎ-কে দেবাঞ্জনের চরিত্রে বাছাই করেছেন অংশুমান। ’12 সেকেন্ড’-এর গল্প আবর্তিত হয়েছে দেবাঞ্জনের স্বপ্নকে ঘিরে। দেবাঞ্জনের অন্তর্নিহিত সত্ত্বা ও বহিঃসত্ত্বা মিশে যায় তার স্বপ্নের জগতে। ছা-পোষা দেবাঞ্জন অনুধাবন করে তার অবচেতন মনকে। স্বপ্নে দেবাঞ্জন দেখে, তার স্ত্রী সৃজিতা পরকীয়ায় আসক্ত, ছেলে নেশাখোর এবং মেয়ে বয়সে বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। কিন্তু স্বপ্ন ভেঙে গেলে দেবাঞ্জন কি দেখে, তা খোলসা করেননি অংশুমান। রহস্যময় ভাবে তিনি শুধু বলেছেন ’12 সেকেন্ড’ দেখতে। লকডাউনের সময় অধিকাংশ মানুষ ডিপ্রেশনের শিকার হয়েছেন। এক কথায় বলতে গেলে, ’12 সেকেন্ড’ তাঁদের উদ্দেশ্যে বানানো।

Advertisement
Advertisement

’12 সেকেন্ড’-এ দেবাঞ্জনের স্ত্রী সৃজিতার ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। নতুন পরিচালক অংশুমানের সাথে কাজ করে তাঁর বেশ ভালো লেগেছে। শ্রীলেখাকে এই ধরনের চরিত্রে আগে দেখা গেলেও তাঁর শক্তিশালী অভিনয়শৈলীর জন্য তাঁকে কখনোই একঘেয়ে লাগে না। এই শর্ট ফিল্মে দেবাঞ্জন ও সৃজিতার দুই ছেলে-মেয়ের চরিত্রে দেখা যাবে দুই নতুন মুখ অরূপ ও এণাক্ষীকে। অংশুমানের চোখে তাঁরা ‘ডার্ক হর্স’। শর্ট ফিল্মটির মিউজিক ডিরেক্টর রুদ্র সরকার। রুদ্র এই ফিল্মের মিউজিক নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শর্ট ফিল্মের টাইটেল সঙ লিখেছেন সৈকত ঘোষ। ’12 সেকেন্ড-এর টানটান চিত্রনাট্য লিখেছেন সুপর্ণা ঘোষ মিত্র।

Advertisement

লকডাউনের পর ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে লকডাউনের সময়কাল নিয়ে ফিল্ম, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এমনকি ডকুমেন্টারিও তৈরী করা শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে বহু মানুষ হারিয়েছেন তার আর্থিক রোজগার। দেশের শতকরা নব্বই শতাংশ মানুষ করোনার থেকেও বেশি করে শিকার ডিপ্রেশনের যা তাঁদের মনে অতি কাছের মানুষকেও সন্দেহভাজন করে তুলছে। দেবাঞ্জন ও সৃজিতার কাহিনী অনেকটা এরকম। ’12 সেকেন্ড’ আসলে শুধু দেবাঞ্জন ও সৃজিতার গল্প নয়, আমাদের সমাজের প্রতিবিম্বও বটে, বলে জানিয়েছেন অংশুমান।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button