ভাইরাল & ভিডিও

Viral Video: গ্রামে ধরা পড়লো ১২ ফুটের বিশাল কিং কোবরা, ভিডিও দেখলে ভয় পাবেন

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গুল্ম জাতীয় গাছের ডালে কুন্ডলী আকৃতিতে বসে রয়েছে প্রায় ১২ ফুটের এক বিশাল কিং কোবরা।

Advertisement
Advertisement

ভারতীয় পরিবেশে মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালের আবির্ভাবের সাথে সাথে বেড়ে যায় সাপের উপদ্রব। বিশেষ করে পর্বতময় রাজ্যগুলি এবং জঙ্গলে আবর্তিত অঞ্চল গুলিতে বেড়ে যায় চোখে পড়ার মতো সাপের উপদ্রব। ফলে সেই সমস্ত অঞ্চলে রাতের ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। তবে ভারতে প্রাপ্ত ৯০ শতাংশ সাপ নির্বিষ হওয়ার কারণে কিছুটা স্বস্তি পেয়ে থাকেন গ্রামবাসী। তাছাড়া বিষধর সাপ দেখামাত্রই বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এসে সেই সমস্ত সাপগুলিকে নিরাপদে উদ্ধার করেন বলেই আজ সাপের কামড়ে মৃত্যুর হার বেশ কমেছে ভারতবর্ষে।

Advertisement
Advertisement

১২ ফুটের কিং কোবরা

ভারতের জলবায়ুতে কিং কোবরা একটি বিরল প্রজাতি বলে ইতিমধ্যে দাবি করা হয়েছে বনদপ্তরের থেকে। তবে মাঝেমধ্যে ভারতবর্ষে এমন কয়েকটি কিং কোবরা দেখা গেছে, যেগুলি দেখবে হৃদস্পন্দন বেড়ে যাবে আপনার। সম্প্রতি ঠিক তেমনি একটি বিশাল আকৃতির কিং কোবরা ধরা পড়েছে বনদপ্তরের হাতে। আগুম্বে রেইনফরেস্ট রিসার্চ স্টেশন (এআরআরএস) এর ফিল্ড ডিরেক্টর অজয় গিরি ইনস্টাগ্রামে এই অবিশ্বাস্য উদ্ধার ভিডিওটি পোস্ট করেছেন, যা ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দাও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা দেখে রাতের ঘুম উড়ে গেছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গুল্ম জাতীয় গাছের ডালে কুন্ডলী আকৃতিতে বসে রয়েছে প্রায় ১২ ফুটের এক বিশাল কিং কোবরা। সংবাদ পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুততার সঙ্গে নির্দিষ্ট জায়গায় হাজির হয়ে কৌশলে বিশাল আকৃতির সাপটিকে ধরে ফেলেন। তবে বিশাল আকৃতির এই সাপটিকে দেখার জন্য দূর থেকে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা। বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া প্রেমীরা বলছেন,”ও মাই গড, উদ্ধারকর্মীরা তৎপরতার সাথে ভালো কাজ করেছে”। আবার অনেকেই লিখেছেন,”এটাই ভারতীয় বন অঞ্চলের সৌন্দর্য”। দেখুন ভাইরাল ভিডিও-

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Ajay Giri (@ajay_v_giri)

Related Articles

Back to top button