দেশনিউজ

১২টি শিশুকে পোলিও টিকার জায়গায় খাওয়ানো হলো স্যানিটাইজার, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

Advertisement
Advertisement

মুম্বই: গত ৩০ জানুয়ারি (January) থেকে দেশ জুড়ে পাঁচ বছরের নীচের শিশুদের শুরু হয়েছে পোলিও টিকাকরণ। রাষ্ট্রপতি এই কর্মসূচীর সূচনা করেন। করোনা টিকাকরণের (Corona Vaccination) পাশপাশি চলছে এই টিকাকরণ। কিন্তু সেই টিকাকরণেই ঘড়তর গাফিলতি। ১২টি শিশুকে পোলিও টিকার জায়গায় স্যানিটাইজার (Sanitizer) খাইয়ে দেওয়া হল। ওই শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নীচে।

Advertisement
Advertisement

মহারাষ্ট্রের যওয়তমালে এই চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে। যা নিয়ে তোলপাড় সারা দেশ। জনা গিয়েছে, ভুল করে স্যানিটাইজার খাইয়ে দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যওয়তমাল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং আশাকর্মীকে বরখাস্ত করেছেন। পাঞ্চাল জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসার পর ভাল আছে শিশুরা।

Advertisement

উল্লেখ্য প্রায় ১০ বছর হল, ভারতে কোনও পোলিও রোগের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তা সত্ত্বেও পাকিস্তান, আফগানিস্তানের মতো পড়শি দেশ থেকে যাতে ফের এই রোগ না ঢুকে পড়ে, তাই সতর্কতা অবলম্বনে জোর দিয়েছেন রাষ্ট্রপতি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button