দেশনিউজ

অগ্রাধিকার পাচ্ছে দেশীয় গবেষণা, করোনার ওষুধ তৈরিতে ১০০ কোটির বরাদ্দ কেন্দ্রের

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের মোকাবিলায় দেশীয় গবেষণার উপরই ভরসা রাখছে কেন্দ্র। তাই দেশীয় গবেষণায় জোয়ার আনতে সরাসরি সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এতদিন ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির মাধ্যমে গবেষণা সংস্থা গুলোকে সাহায্য করে এসেছে সরকার। এবার সরাসরি পিএম কেয়ার ফান্ড থেকে টাকা বরাদ্দ করছে কেন্দ্র। করোনা ভাইরাসের প্রতিষেধক ওষুধ তৈরির কাজে গতি আনতে এই বরাদ্দ করা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও, পরিযায়ী শ্রমিকদের সাহায্য, ভেন্টিলেটর কেনার কাজে ব্যবহার করা হচ্ছে পিএম কেয়ার ফান্ডকে।

Advertisement
Advertisement

এই মুহূর্তে দেশ জুড়ে ২৫ টি ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। যার মধ্যে ১০ টা ওষুধ তৈরির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে কেন্দ্রীয় সরকার। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিকে বাদ এবার সরাসরি অর্থ সাহায্য করা হচ্ছে পিএম কেয়ার ফান্ড থেকে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবনকে। বিভিন্ন গবেষণা সংস্থার কাজে প্রয়োজন মতো এই ১০০ কোটি টাকা বন্টন করবেন তিনি। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির প্রধান রেণু স্বরূপ জানিয়েছেন, আগামী ২ দিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে সাহায্যের টাকা। তবে দেশীয় প্রযুক্তির ব্যবহার করে কাজ করে আসা সংস্থাগুলোকেই সাহায্য করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

Advertisement

ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির পক্ষ থেকে ইতিমধ্যে মধ্যে ১০ টি গবেষণা সংস্থাকে সাহায্য করা হয়েছে। পিএম কেয়ার ফান্ড থেকে সাহায্যের তালিকায় তাদের নাম বিবেচনা করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button