বলিউডবিনোদন

৫০০ টাকার বিনিময়ে আলিয়া করতেন এই কাজ, সত্যি সামনে আনলেন বাবা মহেশ ভাট

Advertisement

আলিয়া ভাট বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। এই মুহূর্তে মিডিয়াতে নিজের মা হওয়ার সূত্র ধরেই চর্চায় রয়েছেন তিনি। রণবীর কাপুর ও আলিয়া ভাট একটি ছবি শেয়ার করে নিজের ভক্তদের পাশাপাশি সমগ্র নেটদুনিয়াকে নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছিলেন কয়েকদিন আগেই। সেই থেকেই মিডিয়াতে চর্চার শীর্ষে রয়েছেন এই তারকা জুটি। তবে আপাতত মহেশ ভাটের এক পুরনো মন্তব্য থেকেই জানা গিয়েছে মাত্র ৫০০ টাকার বিনিময়ে পরিচালকের কোন কাজগুলি করে দিতেন আলিয়া ভাট!

আগে একটি সাক্ষাৎকারে মহেশ ভাট নিজেই জানিয়েছিলেন, আলিয়া তার বেশ কিছু কাজ করে দেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেন। শুরুতে একথা নেটনাগরিকদের একাংশকে অবাক করেছিল। তবে আসল সত্যিটা হল অভিনেত্রী মহেশ ভাটের গা, হাত, পা টিপে দেওয়ার জন্য তার কাছ থেকে ৫০০ টাকা করে নিতেন। বলিউডের এই স্বনামধন্য পরিচালক যে এই কথাটি মজার ছলেই সকলের সামনে বলেছিলেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আপাতত এই সত্যিই সামনে এসেছে সকলের, যা শুনে বেজায় মজা পেয়েছেন তার ভক্তরাও।

এই মুহূর্তে ‘ব্রহ্মাস্ত্র’এর সূত্র ধরেই মিডিয়াতে চর্চার আলোয় অভিনেত্রী। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা মিলবে তার। এই ছবিতেই প্রথমবারের জন্য দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে। তাদের একসাথে পর্দায় দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত ভক্তরাও। আগামী শুক্রবার অর্থাৎ ৯’ই সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবিতে মৌনি রায়, শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো বড় বড় তারকাদেরও দেখা মিলবে। উল্লেখ্য, খুব শীঘ্রই হলিউডে ডেবিউ হতে চলেছে আলিয়া ভাটেও। জানা গেছে, ‘হট অফ জন’ ছবির হাত ধরেই হলিউডে পা রাখতে চলেছেন আলিয়া ভাট। ইতিমধ্যেই সেই ছবির শুটিং শুরু হয়ে গেছে বলেও জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বাসিত তার ভক্তরাও। হলিউডের পর্দায় অভিনেত্রীকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তারাও।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)
Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।

Related Articles

Back to top button