অফবিটভাইরাল & ভিডিও
২০১৮ সালে চিনের এক তরুণী হোটেলে শয্যাসঙ্গী হওয়ার অফার করেছিল, তারপর ঠিক যা হয়েছিল, ভাবতেও পারবেন না!
Advertisement
চিনের বছর উনিশের এক তরুণী ইয়ে মৌয়ি ২০১৮ সালে সোশ্যাল সাইটে একটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই পোস্টটি। পোস্টে ওই তরুণী লেখেন, হোটেলে যৌনসম্পর্ক করতে রাজি রয়েছেন তিনি।
জানা গেছে, এর পরেই ওই তরুণীর সঙ্গে দেখা করতে হিড়িক পড়ে যায় হোটেলে। পোস্টে তরুণী নিজের হোটেলের নাম, ঠিকানা ও ঘরের নম্বরও লিখে দেন। ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রায় ৩ হাজার যুবক ওয়ান্ডা হিল্টন হোটেলে চলে যান তরুণীর সঙ্গ পেতে।
এত জনকে হোটেলে ঢুকতে দেখে হতবাক হয়ে যান তরুণীও। তড়িঘড়ি পোস্টটি ডিলিট করে দেন তিনি। জানা গেছে, এর পরেই হোটেল ছেড়ে যাবেন বলে কর্তৃপক্ষকে জানান ওই তরুণী। কিন্তু বিমানবন্দরেই ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। সোশ্যাল সাইটে দেহ ব্যবসার অফার দেওয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।