ইভেন্টদেশনিউজ

১৫ ই আগস্ট ধোনির গর্ভের দিন, জানেন তিনি কি করতে চলেছেন ঐ দিনে?

Advertisement

ক্রিকেট তার প্যাশন হলেও দেশের প্রতি ভালোবাসা আছে প্রচুর। তাই হাতছাড়া করতে চাননি তিনি। ২ মাস ক্রিকেট থেকে ছুটি নিয়ে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যোগ দেন সেনাবাহিনীতে। সেনাবাহিনীর সমস্ত কাজ খোদ নিজেকে করতে দেখা যায় তাকে। লাদাখকে প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হল। তাই ভারতীয় পতাকা উত্তোলন হবে সেখানে। আর পতাকা উত্তোলনে দেখা যাবে লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনির উপর। সম্প্রতি ভাইরাল হয়েছিল জুতো পালিশ করার এক ছবি। এবার পতাকা উত্তোলন এর দায়ভার পড়ল ধোনির উপরে। তাই এটা যতটা তার গর্ভ তার থেকে তার ভক্তদের গর্ভ আরও বেশি। অবশ্য সেদিন শেষ হচ্ছে তার রেজিমেন্ট। রেজিমেন্ট ছেড়ে আবার যোগ দিতে পারেন খেলায়।

Related Articles

Back to top button